home top banner

Health Tip

হিস্ট্রিওনিক পারসোনালিটি ডিজঅর্ডার
28 July,13
View in English

মনঃরোগঃ ব্যক্তিত্ব সংকট
হিস্ট্রিওনিক বা ড্রামাটিক পারসোনালিটি ডিজঅর্ডার, বাংলায় যাকে আমরা বলতে পারি ‘নাটকীয় ব্যক্তিত্ব সমস্যা’ – একধরনের সমস্যা – যেখানে কপটতাযুক্ত বা আন্তরিকতাহীন অভিনয়ের ছাপ স্পষ্ট। এধরনের পারসোনালিটি ডিজঅর্ডারে সাধারনত কোন ব্যক্তির উগ্র, ক্ষণস্থায়ী এবং বিকৃত আবেগ-অনুভূতি ধরা পড়ে। অন্যের প্রশংসা কিংবা অনুমোদনের উপর নির্ভর করে তাদের নিজের সম্পর্কে উচ্চ ধারনা। যদিও তাতে নিজের সম্পর্কে সঠিক মূল্যায়ন প্রকাশ পায় না। তারা আচ্ছন্ন থাকে কিভাবে অন্যের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করা যায়। এর জন্যে সে সবসময় নাটকীয় কিছু আচরণ করার চেষ্টা করে যদিও তা যথাযথ নয় কিংবা অনুপযুক্ত।

এধরনের ব্যক্তিত্ব সমস্যা সাধারনতঃ পুরুষের তুলনায় মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। যার প্রকাশ ঘটে শৈশবে নয়তো বয়োঃসন্ধিকালে।

লক্ষণঃ
প্রায় ক্ষেত্রেই হিস্ট্রিওনিক পারসোনালিটি ডিজঅর্ডারের আক্রান্ত ব্যক্তিদের সামাজিক দক্ষতা থাকে অত্যন্ত চমৎকার। আর এই দক্ষতাই সে কাজে লাগায় নিজ কার্যসিদ্ধির জন্যে কিংবা নিজেকে অন্যের দৃষ্টির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার কাজে।

আরো যা প্রকাশ পায়ঃ

v  নিজেকে অন্যের দৃষ্টির বা আকর্ষনের কেন্দ্রবিন্দুতে নিয়ে না আসা পর্যন্ত সে অস্বস্তিতে ভুগতে থাকে।

v  উস্কানিপ্রদ (রংচঙ্গে, উত্তেজক, উদ্ভট ধরনের) পোষাক পরিধান করে এবং সেটা অযাচিতভাবে প্রদর্শন করে

v  প্রেমবিলাসি ও প্রলুব্ধকর আচরন করে।

v  দ্রুত আবেগ পরিবর্তন করে।

v  নাটকীয়ভাবে কাজ করে দর্শকদের মনযোগ আকর্ষনের চেষ্টা করে। তবে তার এই আচরনে অতিরঞ্জিত আবেগ প্রকাশ পায় যাতে আন্তরিকতা বা সততার অভাব স্পষ্ট।

v  চেহারা-শরীর প্রদর্শনে অতি উৎসাহী।

v  তার কাজ বা এই প্রদর্শন দর্শক/সহকর্মী/সহযোগীদের পছন্দ কি না তা বারবার জানতে চায়।

v  এর ফলে সহজে প্রতারিত হয় এবং অন্যের দ্বারা খুব সহজে প্রভাবিত হয়।

v  সমালোচনা একদম সহ্য করতে পারে না।

v  হতাশায় ভেঙ্গে পড়ে এবং অল্পতেই বিরক্ত হয়। কোন কাজ বা প্রকল্প শুরুর পর শেষ না করেই অসমাপ্ত রেখে দেয় কিংবা কাজের একটা স্তর শেষ না করেই অন্য স্তরে চলে যায়।

v  কাজ করার পূর্বে ভাবে না।

v  হঠাৎ সিদ্ধান্ত নেয়।

v  আত্মকেন্দ্রিক এবং খুব কম ক্ষেত্রেই অন্যের প্রতি মনযোগ প্রদর্শন করে।

v  সম্পর্ক বজায় রাখতে পারে না। অন্যের সাথে বোঝাপড়ায় মেকী ভাব প্রদর্শন করে।

v  কোন কিছু তার চাওয়ার বাইরে গেলেই আত্মহত্যার ভয় দেখায় বা আত্মহত্যার প্রচেষ্টা নেয়।

কেন হয়
হিস্ট্রিওনিক পারসোনালিটি ডিজঅর্ডার কেন হয়, এর সঠিক কারন এখনো অজানা। তবে অনেক মনঃরোগবিদই মনে করেন এটা শিশুকাল থেকেই দেখে আসা, শিখে আসা কোন নেতিবাচক ফল কিংবা বংশগত বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। আবার পারিপার্শ্বিক কিছু ফ্যাক্টর এক্ষেত্রে দায়ী হতে পারে। যেমন বাবা-মা’র কিংবা অভিভাবকদের অতিরিক্ত প্রশ্রয়, সব কাজেই বাহবা দেয়া, নেতিবাচক আচরন বাবা-মা কর্তৃক এড়িয়ে যাওয়া ইত্যাদি। আমরা আগেই বলেছি যে, ব্যক্তিত্ব সমস্যা সাধারনত কোন ব্যক্তির শারীরিক বা মানসিক প্রকৃতি বা ধাত কেমন, সে কিভাবে শিক্ষা লাভ করেছে, তার মানসিকতার ধরন কেমন, চাপকে কিভাবে মোকাবেলা করে সে বড় হয়েছে ইত্যাদির উপর নির্ভর করে।

কিভাবে সনাক্ত করা যায়
উপরোক্ত লক্ষণ প্রকাশ পেলে একজন ডাক্তার পূর্নাংগ মেডিকেল এবং সাইকিয়াট্রিক ইতিহাস নিয়ে মূল্যায়ন করবেন। যদি শারীরিক সমস্যা বা লক্ষণ প্রকাশ পায়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা-নীরিক্ষা, ল্যাবোরেটরী টেস্ট করিয়ে নিতে পারেন। আর শারীরিক সমস্যা না থাকলে কোন দক্ষ সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলোজিস্টের কাছে তাকে রেফার করতে পারেন। তিনি প্রয়োজনীয় টুল ও বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে তার পারসোনালিটি ডিজঅর্ডারের ধরন নির্ণয় করবেন।

চিকিৎসা
সাধারনভাবে হিস্ট্রিওনিক পারসোনালিটি ডিজঅর্ডারের আক্রান্ত ব্যক্তিরা তার জন্য কোন থেরাপির প্রয়োজন আছে বলে বিশ্বাস করে না। যেহেতু রুটিন কাজে তাদের অনিহা থাকে সেহেতু তাদের জন্য নিয়ম মেনে চিকিৎসা গ্রহণ বা করানো বেশ কঠিন। তবে কখনো কখনো তারা সহায়তা চাইতে পারে বিশেষত যখন তারা সম্পর্ক ভেঙ্গে যাওয়াজনিত কিংবা ব্যার্থ হওয়াজনিত কারনে বা অন্য যেকোন কারনে হতাশায় নিমজ্জিত হয়।

সাইকোথেরাপি বা কাউন্সেলিং এর মাধ্যমে তার ভয়, চিন্তা-চেতনার বৈসাদৃশ্যমূলক অবস্থান তার কাছে তুলে ধরে তাকে বাস্তবতায় নিয়ে আসার চেষ্টা করা হয়। অন্যের সাথে ইতিবাচক পদ্ধতিতে তুলনা করে তার অবস্থানকে দেখিয়ে দেয়া হয় যাতে সে বাস্তবতা বুঝতে পারে। কোন কোন ক্ষেত্রে মেডিকেশনের দরকার হতে পারে। যেমন এ্যাঞ্জাইটি, ডিপ্রেশন ইত্যাদির ক্ষেত্রে কিছু কিছু ওষুধ কিংবা সাপ্লিমেন্ট দেয়া যেতে পারে।


 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: HOME REMEDIES FOR GAS
Previous Health Tips: Surprising Hidden Causes of Weight Gain

More in Health Tip

Curcumin vs. cancer: The scientific evidence continues to flow in

There is definitely no shortage of scientific evidence these days to show that curcumin, the believed-to-be primary active ingredient in the spice turmeric, holds incredible therapeutic value, and just might be the most advisable medicinal spice of our day. And a prominent medical oncologist... See details

শপিং এ জিততে চাইলে শুধরে নিন ৭টি ভুল

কেনাকাটা করতে অনেকেই পছন্দ করেন। পাশাপাশি কেনাকাটার পেছনে ব্যয় নিয়েও অসন্তুষ্টি থাকে প্রায় সবারই। কেনাকাটায় ব্যয়কৃত এ অর্থ যদি একটু বিবেচনা করে ব্যবহার করা যায়, তাহলে অনেক লাভবান হতে পারবেন আপনি। এ লেখায় পাচ্ছেন কেনাকাটার বিষয়ে সাতটি সাধারণ ভুলের ধারণা। এ ভুলগুলো সংশোধন করলে আপনি কেনাকাটায় আরও... See details

শীতের আগে সতেজ

বাইরের আবহাওয়া এখন শুষ্ক। এই সময়ে সতেজ থাকার জন্য ছেলেদেরও ত্বকেরযত্ন নেওয়া প্রয়োজন। হেয়ারোবিক্সের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, ‘শীতলহাওয়া ত্বকে লেগে ত্বকে টানটান ভাব আসে। দেখা দেয় শুষ্কতা। তা ছাড়া ঠোঁট, মুখ বা পায়ের গোড়ালি ফাটে অনেকের।’ সপ্তাহে এক দিন করে নয়, শীতের আগে... See details

পিঠব্যথা সমস্যা

পিঠব্যথা সমস্যা যে কারো জন্যই খুব যন্ত্রণাদায়ক অবস্থা। পিঠব্যথা সম্বন্ধে জানতে হলে প্রথমে মেরুদণ্ড সম্পর্কে জানা প্রয়োজন। মেরুদণ্ড একটি মাত্র হাড় নয়, ৩৩টি হাড়ের সমন্বয়ে এটা তৈরি। প্রতিটি হাড় তরুণাস্থি বা কার্টিলেজের কুশন দিয়ে পৃথক রয়েছে। এই কুশনকে বলে ডিস্ক। এর কারণে মেরুদণ্ড সামনে-পেছনে বাঁকানো... See details

অ্যালার্জি ও ইমুনোথেরাপির সম্পর্ক

অ্যালার্জি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি। অ্যালার্জি, হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাস কষ্ট হতে পারে। কারও কারও ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম অসুবিধা করে, আবার কারও ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে। ঘরের ধুলাবালি পরিষ্কার করেছেন? হঠাৎ করে শুরু হলো... See details

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর প্রভাব

ডায়াবেটিসের জটিলতা নানাবিধ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ধীরে ধীরে কিডনি, হূদ্যন্ত্র, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে ও অকার্যকর করে দেয়। তবে হঠাৎ করে রক্তে শর্করা অনেক বেশি বেড়ে গেলে মারাত্মক জীবনাশঙ্কা দেখা দিতে পারে। এর একটি হলো ডায়াবেটিক কিটোএসিডোসিস। সাধারণত টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত... See details

healthprior21 (one stop 'Portal Hospital')