যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বাধা হয়ে দাঁড়িয়েছেন শ্রমিকরা। বিশেষ করে ‘মাইগ্রেট’ শ্রমিকরা এখন জীবাণু বহনে ভূমিকা রাখছেন বেশি। তারা যখন কর্মস্থল থেকে গ্রামের বাড়ি বা অন্য কোথাও যাচ্ছেন, সঙ্গে নিয়ে যাচ্ছেন যক্ষ্মার জীবাণু। চিহ্নিত হওয়ার আগে এভাবেই তারা ছড়াচ্ছেন রোগটি। আক্রান্ত হচ্ছেন অন্য কেউ। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত কর্তৃপক্ষ এদের ‘ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী’ হিসেবে বিবেচনা করছে। তারা বলছেন, সমপ্রতি বিষয়টি ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষ্মা...

