পা দুটি বাঁকা। সোজা হয়ে দাঁড়ানো বা হাঁটার সামর্থ্য—কোনটাই নেই তাঁর। হামাগুড়ি দিয়েই করতে হয় চলাফেরা। আবার দুটি হাতের একটিতেই নেই চারটি আঙুল। তবুও হাতের তালু, পায়ের গোড়ালি আর দাঁত দিয়েই কাজ করেন মুহাম্মদ রাসেল। বেতের আসবাবের নিপুণ কারিগর তিনি। সম্প্রতি ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে রাসেলের কর্মক্ষেত্রে গেলে কথা হয় তাঁর সঙ্গে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে কীভাবে হয়ে উঠলেন দক্ষ কারিগর, জানালেন সেই কথা। হাটহাজারী উপজেলার ধলই গ্রামের মুহাম্মদ আলমের ছেলে রাসেল সদ্য কৈশোর পেরিয়েছেন।...

