এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী-মডেল নোভা মা হয়েছেন। গত ২৮ জুলাই একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এ নিয়ে কয়েক মাস আগেও বেশ বির্তকে পড়েছিলেন নোভা।
গত ২৮ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে মা হন তিনি। মা-ছেলে দুজনই সুস্থ আছেন। নবজাতকের নাম রাখা হয়েছে রাফাজ রায়হান সান্নিধ্য।
২০১১ সালের ১১ নভেম্বর নির্মাতা রায়হানের সাথে বিয়ে হয় নোভার। তবে তাদের সে বিয়ের খবর গোপন ছিলো। এর মধ্যে নোভা অন্তঃসত্বা হয়ে পড়লে নানান ধরনের বির্তক সৃষ্টি হয়ে। প্রশ্ন ওঠে বিয়ে না করেই নোভা মা হয়েছে।
তখন নোভা জানায় তাদের আগেই বিয়ে হয়েছে। তা নানান কারনে গোপন রেখেছিলেন। এরপর আনুষ্ঠানিক ভাবে এবছর ১৪ জুন বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান হয়।
সূত্র - poriborton.com

