নারীর অধিকাংশ সময়ই কেটে যায় রান্নাঘরে। রান্নাঘরের চুলার আঁচে রীতিমত সেদ্ধ হতে হয়। বিশেষত যারা আধুনিক গ্যাসের চুলার বদলে ব্যবহার করেন কয়লার চুলা। সাম্প্রতিক সময়ে জার্মানির বন শহরের এক হোটেলে আয়োজিত সম্মেলনে বক্তাদের কথা থেকে বেরিয়ে এসেছে ভয়ংকর কিছু তথ্য। ভাবতে অবাক লাগে, এমন চুলায় রান্না করার কারণে নাকি প্রতি বছর নানা রোগে ভুগে মারা যায় ৪০ লক্ষ মানুষ! বলা বাহুল্য, মৃতদের প্রায় সবাই নারী।
আবদ্ধ ঘরে ধোঁয়া এমনই প্রভাব ফেলে মানব দেহে। নিউমোনিয়া, ফুসফুসের জটিল অন্যান্য রোগ তো হয়ই, হৃদরোগ হয়, চোখে ছানি পড়ে, এমনকি সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রেও বিভিন্ন জটিলতা সৃষ্টি করে কাঠ বা কয়লার চুলা৷ তারপরও এমন চুলার ব্যবহার খুব একটা কমছে না৷ ফলে উজাড় হচ্ছে বনের গাছপালা৷ গবেষকরা বলছেন, প্রতি বছর সারা পৃথিবীতে ৩০ লক্ষ টন কাঠ পোড়ে রান্নাঘরে!
জার্মানির বন শহরে জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিত সম্মেলনটি এসব বিষয় তুলে ধরার জন্যই আয়োজন করেছিল ‘দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকিং স্টোভস'৷ নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সংস্থাটির কাজ হলো বিশ্বব্যাপী আধুনিক চুলার ব্যবহার বাড়ানোয় ভূমিকা রাখা৷
সম্মেলনে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার নারীদের প্রতি কাঠ বা কয়লার চুলা ছেড়ে আধুনিক চুলা ব্যবহার করে নিজেদের এবং গাছপালাকে বাঁচানোর আহ্বান জানানো হয়৷ গ্যাস, বায়োগ্যাস এবং সৌরবিদ্যুৎ চালিত বিভিন্ন ধরনের চুলা এবং চুলার উৎপাদক ও ব্যবহারকারীরাও ছিলেন সেখানে৷
‘দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকিং স্টোভস' জানিয়েছে, এখন পৃথিবীতে ৩০ লক্ষ আধুনিক চুলা ব্যবহৃত হচ্ছে। সংস্থাটির লক্ষ্য, ২০২০ সালের মধ্যে সংখ্যাটিকে ১০ কোটিতে নিয়ে যাওয়া।
সূত্র - poriborton.com

