একদিকে ডেডলাইনেপ্রজেক্ট জমা দেয়ার প্রেশার অন্যদিকে সদ্য ব্রেক-আপ হওয়ার ডিপ্রেশন- সব মিলিয়ে যখন প্রায় যাই-যাই অবস্থা, মেজাজ সপ্তমে, কেউ কিছু বললেই তেলেবেগুনে জ্বলে উঠছে সায়নী।তখন হঠাৎ করেই একদিন ফোন করল তার পুরনো কলিগ।একটা দুটো কথার পরেই অপর প্রান্ত থেকে প্রস্তাব, সন্ধেবেলাআসছি তোর বাড়ি, আজ ভাবছি থেকেই যাব। কাজ সেরে তড়িঘড়ি বাড়ি ফিরে দেখে ইতিমধ্যেই এসে হাজির অনন্যা।
তারপর সারা রাত চলল কথার ফোয়ারা। একথা, সেকথা, মাঝে দু'পশলা কান্নাকাটি... কখন যে ঘুম এসে গিয়েছিল খেয়ালই করেনি সায়নী। ঘুম ভাঙল অনন্যার ধাক্কায়। ওরে ওঠ! দেখ বাইরে বৃষ্টি পড়ছে... চল চট করে একটা ক্যান্ডি আইসক্রিম খেয়ে আসি। বাইরে যদিও বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল শহর, কিন্তু সায়নীর মনে তখন ফুরফুরে ভাব... অনেকদিন পর যেন নিজেকে বেশ হালকা লাগছে। ব্রেক-আপ! হয়েছে না কি! ধুত্ ... হটা সাওয়ন কি ঘটা...
দৈনন্দিন জীবনের চড়াই উৎরাইতে মেয়েদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়। কর্মক্ষেত্র, সংসার, কর্তব্য সব কিছু ব্যালেন্স করতে করতে মাঝেমধ্যে কেমন যেন দিশাহারা লাগে। আর সেই সময়ে নিঃশব্দে, বিনা চাহিদাতেই পাশে এসে দাঁড়ান এমন কোনো কোনো বন্ধু, যারা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছেন জীবনের এক অভিন্ন অঙ্গ।
১. পুরনো বন্ধুরা খুবই প্রিয় হয়। সত্যি কথা। কিন্তু জীবনে চলার পথে তৈরি হয় বেশ কিছু নতুন বন্ধু। তবে নতুন বন্ধু হওয়া মানে এই নয় যে পুরনো বন্ধুরা দূরে চলে গেলেন। বরং নতুন বন্ধুত্ব আপনাকে আরও ভালোভাবে নিজেকে চিনতে সাহায্য করবে।
২. এমন বন্ধু আর কে আছে? যে কোনও সময়ে, যে কোনও পরিস্থিতি এরা ধৈর্যের সঙ্গে আপনার সব কথা, মান-অভিমান, অভিযোগ, সমস্যার কথা শুনবেন। এবং অবশ্যই সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে সঠিক পরামর্শ দেবেন।
৩. হিমাচল এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, কিন্তু এই বন্ধুটি কখনো আপনার পাশ থেকে সরে দাঁড়াবেন না। ঝগড়া হোক, অভিমান হোক কিংবা আপনার ঘন ঘন মুড সুইং… কোনো কিছুই আপনাদের বন্ধুতের উপরে তার থাবা বসাতে পারেনি।
৪. এই বন্ধুটি থাকলে আপনার জীবনে কোনোদিন হাসির অভাব হবে না। জীবনের যেকোনো পরিস্থিতিকে পলকে হালকা করে ফেলতে পারেন। এভারলাস্টিং সানশাইন বলতে যা বোঝায়, আপনার এই বন্ধুটি ঠিক তাই।
৫. সত্যবাদী যুধিষ্টির! এমনকি যুধিষ্টিরের মতো একবারের জন্যেও 'ইতি গজ' বলে আপনার মন রাখার চেষ্টা করবেন না। বরং যে সত্যিটা আপনার মুখের ওপর বলার সাহস কারও নেই, তিনি এই কাজটি করেন অবলীলায়।
৬. এক্কেবারে মাতৃরূপেণ! মা, কোনো দিন কাছে না থাকলেও, এমন একটি বন্ধু যদি আপনার থাকে তা হলে সারা জীবনে প্যাম্পারড হবেন।
সূত্র - natunbarta.com

