স্তনের ক্যানসার রুখতে আবিষ্কৃত হলো নতুন ওষুধ৷ গবেষকেরা জানিয়েছেন, নয়া এই ওষুধটি যদি স্তন ক্যানসারের রোগীদের প্রাথমিক স্তরেই প্রয়োগ করা যায় তবে এটি ক্যানসারের বিস্তারকে রোধ করতে সক্ষম৷ নতুন এই ওষুধটির নাম প্যালবোসিসলিব৷ গবেষকেরা আরও জানিয়েছেন এই ওষুধ কিন্তু অন্যান্য ধরনের ক্যানসারের ঝুঁকিকেও অর্ধেক করে দিতে পারে৷
গবেষক দলের প্রধান ডা. রিচার্ড এস. ফিন জানিয়েছেন, ক্যানসার মেডিসিন স্টাডি চলাকালীনই এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানা গেছে৷ এই ওষুধটির আবিস্কার করেছে ফার্মাসিউটিক্যাল জায়েন্ট ‘ফিজার’৷ গবেষক ফিন জানিয়ছেন এই ওষুধের প্রয়োগের ফলে বেঁচে ওঠার পরিসংখ্যান এখনও করা যায়নি৷ তবে এ পর্যন্ত গবেষণা চলাকালীন ১৬৫ জনের মধ্যে মাত্র ৬১ জন প্রাণ হারিয়েছন৷- সংবাদ সংস্থা।
সূত্র - natunbarta.com

