এলাচ মূলত মসলার একটি অংশ। লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং এলাচ গরম মসলার সঙ্গেই ব্যবহার হয়ে থাকে। কিন্তু রান্নার স্বাদের পাশাপাশি এলাচ স্বাস্থ সুরক্ষায় বেশ উপকারী। যেমন:
- এলাচ ক্যান্সার প্রতিরোধে কাজ করে।
- কালো এলাচ চিবুলে মুখের দুর্গন্ধ, মাঢ়ি দিয়ে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হওয়ায় আরাম পাওয়া যায়।
- মাথাব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে এলাচ তেলের ব্যবহার করলে সুফল পাওয়া যায়।
- শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা হুপিংকাশি, ফুসফুস সংক্রমণ ও অ্যাজমার মতো সমস্যায় এলাচ খুবই উপকারী।
- এলাচ মানসিক অস্থিরতা দূর করে।
- কালো এলাচ হৃদরোগ প্রতিরোধ করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে।
- কালো এলাচ রক্তসঞ্চালন বাড়ায়।
- ত্বকের কালো দাগ দূর করতে এলাচ কার্যকরী ভূমিকা রাখে।
তাই কেবল রান্নায় বাড়তি স্বাদ যোগ করতেই নয়, স্বাস্থ সুরক্ষায় এলাচ ব্যবহার করা জরুরি।
Source - bd-pratidin.com

