home top banner

স্বাস্থ্য টিপ

শিশুর জন্মগত হৃদরোগ সমস্যা ও করণীয়
২৩ ডিসেম্বর, ১৩
Tagged In:  child heart disease  child care  Child Health  
  Viewed#:   119

child-heart-diseaseপৃথিবীতে প্রতি হাজার জীবিত নবজাতকের মধ্যে ৪ থেকে ৮ জনকে এ রোগে ভুগতে দেখা যায়। নবজাতকের জন্মগত হৃৎত্রুটির মধ্যে অন্যতম হলো হৃৎপিন্ডের ফুটো। সাধারণত হৃৎপিন্ডের দুনিলয়ের মধ্যবর্তী দেয়ালে ফুটো থাকলেই বাচ্চারা অধিক হারে ঠান্ডা-কাশির রোগে ভুগতে পারে। আর যদি তার সঙ্গে হৃৎপিন্ডের গঠনেও ত্রুটি দেখা যায়, তবে সেক্ষেত্রে বাচ্চার আরো কিছু বাড়তি উপসর্গ দেখা দিতে পারে।

উপসর্গগুলো হলো:
১. অল্প পরিশ্রমেই সারা শরীর নীলচে হয়ে যাওয়া
২. ঠান্ডা বা গরমে তেমন কোনো অনিয়ম ছাড়াই বারবার বুকে কফ বসে যাওয়া
৩. ঘন ঘন শ্বাস নেয়া, অতিরিক্ত ঘাম হওয়া
৪. দৈহিক বৃদ্ধি ঠিকমতো না হওয়া
৫. ডান দিকের খাঁচার নিচের অংশে যকৃত বড় হয়ে যাওয়া
৬. অনেক সময়ই হৃৎপিন্ডের জন্মগত ত্রুটির সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য অংশের গঠনেও ত্রুটিও থাকতে পারে
৭. রোগ জটিলতর পর্যায়ে গেলে হাত-পায়ে পানি আসা

কেন হয় : একেবারে নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে সমষ্টিগত ভাবে বিভিন্ন ব্যাপারে এসব সমস্যা তৈরি করে বলে চিকিৎসা বিজ্ঞানীরা ধারণা করে থাকেন
১. মায়ের বয়স ৩৫ বছরের বেশি হলে
২. ঋতুচক্রের শেষ দিকের ডিম্বাণু নিষিক্ত হলে
৩. মায়ের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগ থাকলে
৪. অপেক্ষাকৃত উঁচু এবং পাহাড়ি এলাকায় যারা বসবাস করে
৫. গর্ভাবস্থায় রুবেলা, মাম্পস, হাম, জলবসন্ত, টকসোপ্লাজমোসিস জাতীয় ভাইরাস জনিত রোগে আক্রান্ত হলে
৬. গর্ভবতী মা স্টেরয়েড, খিঁচুনির ওষুধ, থ্যালিডোমাইড ইত্যাদি ওষুধ সেবন করলে
৭. শতকরা আট ভাগ ক্ষেত্রে বংশগত কারণে হয়ে থাকে।

এ প্রসঙ্গে বলা প্রয়োজন, অনেক বাবা-মা প্রথম সন্তানটি হৃৎপিন্ডের জন্মগত ত্রুটি হওয়ার কারণে দ্বিতীয় সন্তান নেয়ার বেলায় বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। কিন্তু এ সম্ভাবনাটি বহুলাংশেই কম থাকে। তাদের পরবর্তী সন্তানের অনুরূপ সমস্যা হওয়ার সম্ভাবনা ২ থেকে ৫ ভাগ। আর দ্বিতীয় সন্তানেরও এ সমস্যা থাকলে তৃতীয়টির এ সমস্যা হওয়ার সম্ভাবনা ২০ থেকে ২৫ ভাগ।

চিকিৎসা : শরীর নীল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা না দিলে বা অন্য বড় কোনো শারীরিক সমস্যা দেখা না দিলে চটজলদি কোনো কিছু করার জন্য ব্যস্ত হবেন না।বাবা-মাকে এক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।সর্দি-কাশি হলে নিয়মিত তার চিকিৎসা করানো, নিয়মিত চিকিৎসকের নজরদারিতে থাকা, এটুকুই যথেষ্ট। কিন্তু বড় ধরনের কোনো সমস্যা দেখা দিলে বা শিশুর বৃদ্ধি ব্যাহত হলে তখন তো ব্যবস্থা নিতে হবেই। ভালো ব্যবস্থার অর্থ, বেলুন ভালভোপ্লাস্টি ডিভাইস থেকে শুরু করে পুরোদস্তুর ওপেনহার্ট অপারেশন প্রয়োজন হতে পারে। এর আগে হার্ট ফেইলিওরের অবস্থা থাকলে (হাত-পায়ে পানি আসা শ্বাসকষ্ট হওয়া) সে দিকেই আগে নজর দেবেন চিকিৎসকরা। তবে হৃৎপিন্ডের প্রায়দুই-তৃতীয়াংশ জন্মগত ত্রুটি অপারেশন দ্বারা সারিয়ে তোলা সম্ভব। অন্যান্য ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে না। ইন্টারভেনশন ডিভাইস পদ্ধতিতে এসব ছিদ্র বন্ধ করা সম্ভব।

আর ভরসার কথা হলো, দুনিলয়ের মধ্যবর্তী দেওয়ালের ফুটো ৩০ থেকে ৪০ ভাগ ক্ষেত্রে এমনি এমনিই সেরে ওঠে। বাংলাদেশে এনআইসিভিডি, শেরে বাংলানগরে শিশু বিভাগে হরহামেশাই এ ধরনের শিশুর চিকিৎসা হয়ে থাকে। এছাড়া বেসরকারি ভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিএসএমএমইউ, আর্মড ফোর্স মিলিটারি হাসপাতালেও সফলভাবে শিশুদের হৃদরোগের ত্রুটির চিকিৎসা করা হয়ে থাকে।

সুত্র - যায়যায়দিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: খুশকি থেকে রক্ষার কয়েকটি উপায়
Previous Health Tips: প্রশ্ন: পানি বেশি খেলে কিডনি ভালো থাকে—এই ধারণা কি ঠিক?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')