শিশুর দুধদাঁতের যত্ন
05 July,14
Viewed#: 34
দুধদাঁত তো এমনিতেই পড়ে যাবে, এটা স্থায়ী দাঁত নয়; তাই এর যত্ন দরকার নেই—এই ধারণাটা একেবারেই ভুল। কেননা দুধদাঁতের শিকড়ে প্রদাহ বা ক্ষয় পরবর্তী জীবনে স্থায়ী দাঁতের স্বাস্থ্যেও প্রভাব ফেলে। তা ছাড়া দুধদাঁতের গভীরে সমস্যা হলে স্থায়ী দাঁতগুলো অস্থানে ও অসময়ে গজায়। তাই দুধদাঁতেরও চাই সঠিক যত্নআত্তি।
-সাধারণত ছয় মাস বয়সে দুধদাঁত গজাতে শুরু করে। এ সময় শিশু যা কিছু পায়, তা-ই কামড়াতে চেষ্টা করে। তাই শিশুর হাতের নাগালে নোংরা ও অস্বাস্থ্যকর কিছু রাখবেন না। কামড়ানোর জন্য পরিষ্কার কিছু দিতে পারেন। শক্ত ফল যেমন: পেয়ারা বা আপেল কামড়াতে দিতে পারেন।
-এ সময় প্রচুর ক্যালসিয়াম চাই। তাই শিশুর সঠিক পুষ্টির দিকে খেয়াল রাখুন। দুধদাঁতেরও ব্রাশ করা দরকার। ফ্লুরাইড মিশ্রিত টুথপেস্ট ব্যবহার করা ভালো। কিন্তু শিশুরা টুথপেস্ট খেয়ে ফেলতে পারে বলে শিশুর উপযোগী টুথপেস্ট কিনে দিন।
-শিশুদের সামনেই মা-বাবা নিজেরা প্রতিদিন দুবার টুথব্রাশ করবেন। এতে শিশুরা দাঁত ব্রাশ করতে শেখে ও উৎসাহী হয়। মিষ্টি, চকলেটজাতীয় খাবার খাওয়ার পর শিশুদের দাঁত ব্রাশ করে ফেলতে শেখান।
দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল
সূত্র - প্রথম আলো