home top banner

Health Tip

উচ্চরক্তচাপ এক নীরব ঘাতক
15 December,13
Tagged In:  reduce-hypertension- risk  hypertension a silent killer  
  Viewed#:   143

hypertension-a-silent-killerআপনি কী আপনার রক্তচাপ কত তা জানেন? উত্তরটি যদি হ্যাঁ হয়, তাহলে বোঝা যাবে যে আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ৷ অনেকেরই কিন্তু তাদের রক্তচাপ সম্পর্কে কোনো ধারণা নেই৷ অথচ উচ্চরক্তচাপকে এক ধরনের নীরব ঘাতক বলা যায়৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডাব্লিউএইচও-র পক্ষ থেকে উচ্চরক্তচাপের বিরুদ্ধে লড়াই করার জন্য এক ক্যাম্পেন শুরু হয়েছে৷ এতে মানুষকে রক্তচাপ মাপার ব্যাপারে উদ্বুদ্ধ করা হবে৷ খুব সহজেই মাপা যায় রক্তচাপ৷ বহু মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়৷ স্বাস্থ্যখাতে খরচও কমে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর সারা বিশ্বে ৯.৪ মিলিয়ন মানুষ হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মারা যায়৷ যা মূলত ঘটে থাকে উচ্চরক্তচাপের কারণে৷ সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় স্ট্রোক ও হার্ট অ্যাটাকে, যদি রোগ দুটিকে এক সঙ্গে ধরা হয়৷

ইউরোপের তুলনায় আফ্রিকা ও এশিয়ার দেশগুলিতে বেশিরভাগ মানুষ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়৷ কিন্তু হার্টঅ্যাটাক ও স্ট্রোকের মতো তথাকথিক সভ্যতার রোগ ব্যাধিগুলি এখন আর পিছিয়ে নেই৷ আফ্রিকা ও এশিয়ায় বিস্তৃত হচ্ছে এসব৷

ডাব্লিউএইচও-র তথ্য অনুযায়ী, ৪৬ শতাংশ আফ্রিকান ৬০ বছর বয়স হওয়ার আগেই হৃদযন্ত্রের অসুখ বিসুখে মারা যায়৷ শিল্পোন্নত অনেক দেশে অকাল মৃত্যুর জন্য মূলত হার্ট ও মস্তিষ্কের রোগ ব্যাধি দায়ী৷ ডাব্লিউএইচও-র অসংক্রামক ব্যাধি বিভাগের ডা. শান্তি মেন্ডিস এই প্রসঙ্গে বলেন, ‘‘উন্নয়নশীল দেশগুলিতে এখন এই ধরনের রোগব্যাধির হার বৃদ্ধি পাচ্ছে৷ উচ্চরক্তচাপের মতো উপসর্গগুলিই এর মূল কারণ৷''

ডাব্লিউএইচও-র অসংক্রামক ব্যাধি বিভাগের ডা. শান্তি মেন্ডিস

ঝুঁকিতে এখন দরিদ্র দেশের জনগণ

কারো দেহে উচ্চ রক্তচাপ সনাক্ত করা হলেই যে তিনি ধীরে ধীরে মৃত্যুমুখে পড়বেন, তা নয়৷ সঠিক সময় ধরা পড়লে এর চিকিত্সা সম্ভব৷ ধনী দেশগুলিতে লোকজন নিয়মিত ডাক্তারের কাছে চিকিত্সা ও চেকআপের জন্য যান৷ এক্ষেত্রে রক্তচাপ মাপাটা একটি রুটিন মাত্র৷ স্বাস্থ্যবিমা এসব খরচ বহন করে৷ উচ্চ রক্তচাপ ধরা পড়লে সাথে সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়৷ কিন্তু দরিদ্র দেশগুলিতে স্বাস্থ্য বিমার তেমন কোনো ব্যবস্থা নেই৷ চিকিত্সা ও চেকআপের খরচ রোগীদের পকেট থেকেই দিতে হয়৷ তাই অনেকেই কঠিন কোনো উপসর্গ না থাকলে ডাক্তার দেখাতে চান না৷ ফলে উচ্চরক্তচাপের মত রোগ ধরা পড়েনা৷ তাই এটি দমন করার জন্য কোনো ব্যবস্থাও নেওয়া হয় না৷

ডাব্লিউএইচও-র প্রধান মার্গারেট চ্যান সতর্ক করে বলেন, ‘‘সাধারণত উচ্চ রক্তচাপ বহু বছর ধরে থাকলেও কোনো লক্ষণ প্রকাশ পায় না৷ এর মাত্রা অত্যন্ত উঁচু হলেও ভুক্তভোগীরা তা বুঝতে পারে না৷''

রক্তচাপ খুব সহজেই মাপা যায়

বিশ্বের বহু মানুষ ভুক্তভোগী

বিশ্বব্যাপী এক বিলিয়ন মানুষ উচ্চরক্তচাপে ভুগছেন৷ ধারণা করা হয়, এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর কারণ হিসাবে অস্বাস্থ্যকর জীবনযাত্রাই দায়ী বলে মনে করে৷ খাবারে অতিরিক্ত লবন, মদ্যপান, ধূমপান, আলস্য ইত্যাদি উচ্চরক্তচাপের পথকে প্রশস্ত করে৷ ড. মেন্ডিস এই প্রবণতাটা ইদানীং আফ্রিকার বিভিন্ন দেশেও লক্ষ্য করছেন৷ নগরায়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রারও পরিবর্তন হচ্ছে সেসব দেশে৷ আগে সেখানকার মানুষের খাদ্যাভ্যাস অন্যরকম ছিল৷ কায়িক পরিশ্রমেও অভ্যস্ত ছিলেন তারা৷ আজকাল স্যুপ ও বিভিন্ন খাবারে বেশি লবণ ব্যবহার করা হচ্ছে সেখানে৷ কায়িক পরিশ্রমেও অনীহা লক্ষ্য করা যায়৷ আর এসবই উচ্চ রক্তচাপকে প্রভাবিত করে৷

কম লবণ, বেশি ফলমূল ও তরিতরকারি এবং হাঁটাচলা এই কয়েকটি দিকে লক্ষ্য রাখলেই উচ্চ রক্তচাপকে আয়ত্তে আনা যায়৷ এই রোগের চিকিত্সায় খরচও খুব বেশি নয়৷ সস্তায় এখন নানা ধরনের ওষুধপত্র পাওয়া যায়৷ দরিদ্র দেশগুলিতে বছরে একজন এক ডলারেরও কম খরচে এই রোগের চিকিত্সা করাতে পারে৷ মধ্য আয়ের দেশগুলিতে বছরে এ বাবদ দুই থেকে তিন ডলারের মতো লাগতে পারে৷

উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে খাওয়া দাওয়ায় নিয়ম মানতে হবে

অন্যদিকে, উচ্চ রক্তচাপের চিকিৎসা না করালে খরচটা অনেক বেশি হতে পারে৷ যেমন একারণে হার্টের অসুখ বিসুখ দেখা দিলে তার চিকিত্সা বা বাইপাস অপারেশন করাতে হলে৷

রক্তচাপ পরীক্ষা জরুরি

ডাব্লিউএইচও-র প্রধান মার্গারেট চান মনে করেন, রক্তচাপ পরীক্ষা বিনামূল্যে হওয়া উচিত৷ আর এক্ষেত্রে বিভিন্ন দেশে সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন৷ তবে সবার আগে প্রত্যেককে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে৷ জানতে হবে রক্তচাপের পরিমাপ৷ পরিবর্তন করতে হবে জীবনযাত্রা৷ প্রয়োজন হলে খেতে হবে ওষুধ৷ এই ভাবেই এই অদৃশ্য ও নীরব ঘাতকটির বিরুদ্ধে করতে হবে লড়াই৷

সূত্র - ডিউ.ডিই

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ডেঙ্গুজ্বর ও তার চিকিৎসা
Previous Health Tips: ঘরের ব্যায়ামে পেটানো শরীর

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')