
যারা নিয়মিত ভিটামিন-সি সমৃদ্ধ খাবার বেশি করে খান তাদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চালিত এক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। গবেষকদের মতে, যেসব লোক নিয়মিত ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খান, তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ঝুঁকি ৫৫ শতাংশ কম। যদিও নতুন কিছু গবেষণা ফলাফলে দেখা গেছে লবণ সব লোকের রক্তচাপ বৃদ্ধি করে না; তথাপি এটি সত্য যে, কিছু কিছু লোক সোডিয়াম একেবারেই সহ্য করতে পারেন না। তাই এসব লোকের নিরাপত্তার খাতিরে খাবার গ্রহণের সময় কাঁচা লবণ পরিহার করা উচিত এবং অধিক লবণজাত খাবার যেমন পনির, মাখন, টিনজাত খাবার, লবণ দেয়া মাছ প্রভৃতি না খাওয়া উত্তম।
বরং তাদের জন্য লবণের বিকল্প হিসেবে লেবু, আমচুর, তেঁতুলের চাটনি, জায়ফল, আদা, রসুন, পেঁয়াজ ব্যবহৃত হতে পারে। কারণ এ গুলোয় রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন-সি ও অন্যান্য উপকারী উপাদান, যা রক্তনালীর পেশিগুলোকে প্রসারিত করে রক্তচাপ কমায়। ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে না বলেই চলে। এ ছাড়াও উচ্চ রক্তচাপের বিপত্তি থেকে বাঁচার জন্য বাড়তি ওজন কমিয়ে ফেলুন। তবে যদি আপনার বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন যতটুকু হওয়া উচিত তারচেয়ে ২০ কেজি বেশি হয় তবে আপনার উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি।
সুতরাং উচ্চ রক্তচাপের বিপত্তি এড়াতে চর্বি যুক্ত খাবার পরিহার করে প্রচুর ভিটামিন-সি সমৃদ্ধ খাবার, সবুজ শাকসবজি খাবারের দিকে মনোযোগী হোন।
সূত্র - নয়া দিগন্ত

