কর্মব্যস্ত দিনের শেষে ক্লান্ত শরীর রাতে বিশ্রাম নেয়। এ সময় আমাদের শরীরের সেল গুলো স্বয়ংক্রিয় ভাবে বডি রিপেয়ারিং করতে থাকে। আর তাই আপনার ত্বকে যদি মেকআপ থাকে তাহলে লোমকূপ গুলো বন্ধ থাকে। ফলে ত্বকে ঠিকমতো বাতাস ঢুকতে পারে না। এ জন্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করতে হব। কীভাবে? পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞ শারমিন কচি।
লাবণ্য লিপি শারমিন বলেন, আমাদের ত্বক শুষ্ক, তৈলাক্ত বা রুক্ষ যে প্রকৃতিরই হোক না কেন ঘুমাতে যাওয়ার আগে তা অবশ্যই পরিষ্কার করতে হবে। কারণ ত্বকে সারাদিনের ধুলো, ময়লা, তেল, ঘাম ও কসমেটিকস আমাদের ত্বকের লোমকূপের মুখ বন্ধ করে রাখে। এগুলো পরিষ্কার না করে ঘুমাতে গেলে ত্বকের স্বাভাবিক কাজকর্ম ঠিকমতো হয় না। ফলে ত্বকে দেখা দেয় নানা সমস্যা।
ত্বকের ধরন অনুযায়ী পরিচর্যা:
শুষ্ক ও স্বাভাবিক ত্বক পরিষ্কার করার জন্য ভেজা তুলাই যথেষ্ট। ক্লিনজিং জেল বা ফোম তুলায় লাগিয়ে ওই তুলা পুরো মুখে আলত করে ঘষুণ। এরপর ধুয়ে ফেলুন।
টোনিং: তবে ত্বক পরিষ্কার করার পর টোনিং করা বেশ জরুরি। ভেজা তুলা দিয়ে মুখে টোনার লাগান। টোনার না থাকলে গোলাপ জলও লাগাতে পারেন। গোলাপ জল খুব ভালো টোনারের কাজ করে।
ময়েশ্চারাইজিং: সব শেষে ত্বকে একটু ময়েশ্চারাইজার লাগান। তবে ময়েশ্চারাইজিং লোশন বা ক্রিম লাগানোর কিছুক্ষণ পর মুখটা ভেজা তুলা দিয়ে মুছে নিন। ময়েশ্চারাইজিং লোশনের সঙ্গে পানি মিশিয়ে হালকা করে লাগাতে পারেন।
ক্লিনজিং: তৈলাক্ত ত্বক পরিষ্কার করার জন্য ক্লিনজিং লোশন বেশ ভালো। ক্লিনজিং লোশন দিয়ে মুখ ম্যাসাজ করার পর ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন।
ত্বক যদি খুব সেনসিটিভ হয় তাহলে ক্লিনজার সোপ ব্যবহার করতে পারেন। ত্বকে ব্রণ থাকলে চন্দনবাটা ব্রণের ওপর লাগিয়ে ইচ্ছে করলে সারা রাতও রাখতে পারেন।
বাজারে কেনা ক্লিনজার ব্যবহার না করলে ঘরেও তৈরি করে নিতে পারেন ক্লিনজার। যেমন এক মুঠো পুদিনা পাতা পরিষ্কার করে দুই কাপ পানিতে ফুটিয়ে এক কাপ করুন। তারপর নামিয়ে ঠাণ্ডা করে ছেঁকে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে ফিরে ওই নির্যাসে তুলা ভিজিয়ে মুখে, গলায় লাগান। এরপর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের লোমকূপের ভেতরের ময়লাও পরিষ্কার হবে।
আরও জেনে নিন
খুব ঠাণ্ডা কিংবা গরম পানি দিয়ে মুখ ধুবেন না। স্বাভাবিক তাপমাত্রার পানিই ত্বকের জন্য ভালো।
ত্বকে ব্রণ থাকলে লেবু জাতীয় কিছু সরাসরি লাগাবেন না।
ত্বক পরিষ্কার করার পর অবশ্যই পানির ঝাপটা দিয়ে মুখ ধুবেন।
সূত্র – ডেইলিবর্তমান.কম

