home top banner

Health Tip

তৈলাক্ত ত্বকের জন্য মুখের সুন্দর্য্য
22 June,13
View in English
Tagged In:  skin care  

ত্বকের টোন বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে টিপস

ভিন্ন ভিন্ন ত্বকের যেমন ভিন্ন ভিন্ন প্রয়োজন, তেমনি মোকাবেলা করতে ভিন্ন ভিন্ন সমস্যার। এখানে গুরুত্বপূর্ন  বিষয় হল কোন একটি পদ্ধতি শুরু করার আগে অবশ্যই আপনার ত্বকের ধরন সনাক্ত করে নিন আর সে অনুযায়ী যথাযথ ব্যবস্থাটি গ্রহন করুন।

তৈলাক্ত ত্বকের জন্য মুখের সুন্দর্য্য 

ত্বকের বিভিন্ন ধরনের মধ্যে সবচেয়ে সমস্যাপ্রবন হচ্ছে তৈলাক্ত ত্বক। যেন সমস্যার অন্ত নেই। তবে আপনি যদি সঠিক পদ্ধতিটি বাছাই করতে পারেন, যেটি তৈলাক্ত ত্বকে মানিয়ে নেয়, তাহলে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, আকর্ষনীয় আর মনোহর।


সাধারন সমস্যাসমূহঃ

দৃশ্যমান লোমকুপসহ মোটা ত্বক যা দেখতে কমনীয় নয়, কারন অতিরিক্ত তেল নিঃসরনের ফলে ত্বক হয়ে ওঠে পিচ্ছিল যা চকচক করে।

বারবার ব্রণ ওঠা এবং বিভিন্ন ধরনের দাগ যেমন ব্লাক হেড্স, হোয়াইট হেড্স, ডার্ক স্পট ইত্যাদি।


সাধারন টিপসঃ

টাটকা শাক-সবজী ও ফলসহ স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে সেই সাথে তৈলাক্ত আর জাঙ্ক ফুড বাদ দিতে হবে।

ফেইস সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন যা আপনার মুখের ত্বককে রাখে অতিরিক্ত তৈল এবং ব্রণ মুক্ত।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Beauty tips for dry skin
Previous Health Tips: TWENTY THINGS THAT PARENTS SHOULD TEACH THEIR CHILD:

More in Health Tip

ঢ্যাঁড়সের পুষ্টিগুণ !!

গ্রীষ্মকালীন সবজি ঢ্যাঁড়স। জনপ্রিয়তায় অন্যতম। নারীর সুডৌল আঙুলের মতো আকৃতি হওয়ায় ইংরেজ রসিকেরা এর নাম দেন ‘লেডিস ফিঙ্গার’। ঢ্যাঁড়স সেদ্ধ ও ভাজি দুভাবেই খাওয়া যায়। তরকারি হিসেবে মাছেও ব্যবহার করা হয়। ভবিষ্যতে ব্যবহারের জন্য কচি ঢ্যাঁড়স ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করে রাখা... See details

আদর হবে একই রকম

ওরা দুই ভাই। বড়টার নাম রিয়াল, ছোটটা রিয়াদ। দুজন একই স্কুলে পড়ে। ক্লাস অবশ্য ভিন্ন। একজন পঞ্চম, অন্যজন তৃতীয় শ্রেণীতে। দুজনের মধ্যে খুনসুটি লেগেই থাকে। আবার ভাব হতেও সময় লাগে না। কিন্তুযখন তাদের মধ্যে কোনো কিছুনিয়ে তুমুল বেধে যায়, মা অবধারিতভাবে ছোটটির পক্ষ নেন। দোষ থাকুক... See details

প্রতিদিন যে ৫টি ভুলে আপনি হারাচ্ছেন আপনার যৌবন

আজকাল বয়স ত্রিশের কোটা পার হতে না হতেই চেহারায় ও শরীরে বয়সের ছাপ পড়তে দেখা যায় অনেকেরই। মুখের চামড়া ঝুলে পড়া কিংবা চোখের নিচের “ব্যাগ” তৈরি হওয়া, অথবা মুখে বয়স জনিত মেছতা, দাগ ও রিংকেল দেখা যায়। বিরূপ আবহাওয়ার পাশাপাশি এই অল্প বয়সে চেহারা বুড়িয়ে যাবার জন্য দায়ী আমাদেরই কিছু অভ্যাস।... See details

চুল ঘন হোক প্রাকৃতিক উপায়ে

বিভিন্ন কারণে চুলের অনেক ধরনের ক্ষতি হতে পারে। অনেক সময় চুল হয়ে পড়ে নিষ্প্রাণ, নির্জীব। চুল পাতলা হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেই চুল পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে নানা রকম হেয়ার ট্রিটমেন্ট করেন। এর কোনটিই দীর্ঘস্থায়ী হয়না। বাড়িতে বসেই প্রাকৃতিক ভাবে পাতলা চুল ঘন করা সম্ভব। তেলের... See details

টেনশন তোমায় দিলাম ছুটি

ঘড়ির এলার্ম বাজতেই প্রচণ্ড মাথাব্যাথা নিয়ে ঘুম থেকে উঠল অথৈ। ঘুম না হলেও অফিসে যাওয়ার সময় ছুঁইছুঁই, তাই না উঠে উপায় নেই। কিন্তু গত কয়েক রাত ধরে অথৈর ঠিকমত ঘুম হচ্ছে না, কারণ একটাই টেনশন(দুশ্চিন্তা)।  অথৈর মত এরকম অনেকেই আছি যারা টেনশনের কারণে ঠিকমত কাজ-কর্ম, অধ্যাবসায়,... See details

ঘুমের কি প্রয়োজন আছে?

আচ্ছা আমরা ঘুমাই কেন? ঘুমের কি তেমন কোনো প্রয়োজন আছে? এ নিয়ে গবেষণা হলেও এখনো তার ফলাফল সেভাবে পাওয়া যায়নি, আসল কারণ অনেকটা অন্ধকারেই রয়ে গেছে৷ একথা বলেন জার্মান ডাক্তার হান্স গ্যুন্টার ভেস, যিনি এক স্লিপিং ল্যাবোরেটরির প্রধান৷ তিনি আরো বলেন, ‘‘তবে যা আমরা সবাই জানি সেটা হলো, রাতে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')