বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেব অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ৩২ হাজার শিশু ও ১৪ হাজার মহিলার মৃত্যু হয় শুধু রান্নাঘরের ধোঁয়াজনিত রোগের কারণে। তাই সময় এসেছে রান্নাবান্নায় প্রচলিত চুলার ব্যবহার সম্পর্কে সচেতন হবার। এ সমস্যা সমাধানে বেশ উদ্যোগী বাংলাদেশ সরকার। সম্প্রতি দেশে পাঁচ লাখ গ্রাহকের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে পরিবেশে বান্ধন 'বন্ধু চুলা'। ৫০ শতাংশ জ্বালানি সাশ্রয়ী এই চুলা পৌঁছানোর লক্ষ্যমাত্রা অর্জন করেছে জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড)। 'বন্ধু চুলার বাজার উন্নয়ন উদ্যোগ' শীর্ষক...

