home top banner

খবর

রোগ সৃষ্টি করতে সক্ষম যে প্রোটিন
০৫ নভেম্বর, ১৩
Tagged In:  science news   Posted By:   Healthprior21
  Viewed#:   32

শুধু ভাইরাস ও ব্যাকটেরিয়াই যে সংক্রমণের জন্য দায়ী – তা কিন্তু নয়৷ কখনও-সখনও প্রোটিনও প্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে৷ এগুলি অবশ্য একরকম নিষ্প্রাণ মলিকিউল, যাদের জেনেটিক কোনো তথ্য নেই৷

প্রত্যেকের দেহেই রয়েছে এই প্রোটিন৷ এই প্রোটিন থেকে গরুর বিএসই এবং মানুষের ক্রয়েৎসফেল্ড ইয়াকব ডিজিজ বা সিজেডি অসুখ হতে পারে৷ আসলে এগুলি নিরীহ৷ কিন্তু আকার পরিবর্তন করে জীবাণু হয়ে যেতে পারে তারা এবং সৃষ্টি করতে পারে রোগও৷

মারাত্মক হলো এক ধরনের প্রোটিন
মারাত্মক ব্যাপার হলো, প্রায়োন নামের এইসব প্রোটিন, এক কোষ থেকে আরেক কোষে যেতে পারে এবং অন্য প্রোটিনকে প্রভাবিত করতে পারে৷ ফলে সেগুলিও রোগ সৃষ্টিকারীর আকার নিতে পারে৷ এইভাবে বিস্তৃত হয় তারা৷ এরা মস্তিষ্কের এমন ক্ষতি করতে পারে যে, মারণঘাতী রোগকে আর প্রতিরোধ করা সম্ভব হয় না৷

বিজ্ঞানীরা প্রায়োন সম্পর্কে জানতে পারেন ১৯৮০-এর দশকে গরুর বিএসই রোগ দেখা দেওয়ার পর৷ চলতি ভাষায় যাকে ‘ম্যাডকাউ' রোগ বলা হয়৷ নোবেলজয়ী বিজ্ঞানী স্ট্যানলি প্রুসিনার জানান, এক ধরনের প্রোটিন এই রোগের জন্য দায়ী৷

পরে ফ্লোরিডার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট কর্মরত সুইস গবেষক চার্লস ভাইসম্যান প্রমাণ করেন যে, এই ধারণা সঠিক৷ ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিজ্ঞানী বলেন, ‘‘আমরা এটাও প্রমাণ করতে পেরেছি যে, এই প্রোটিন আমাদের মস্তিষ্কেই থাকে৷ অর্থাৎ এই জীবাণু আশ্রয়স্থল থেকেই সৃষ্টি হয়৷ বিষয়টি একেবার নতুন৷''

আক্রান্ত হতে পারে যে কেউ
ক্রয়েৎসফেল্ড ইয়াকব বা সিজেডি রোগটিতে আক্রান্ত হতে পারে যে কেউ৷ কিন্তু খুব কম ক্ষেত্রেই প্রোটিনগুলি রোগ সৃষ্টিকারীর রূপ নেয়৷ সাধারণত বাইরে থেকে জীবাণু এসে সংক্রমণকে উজ্জীবিত করে৷ যেমন বিএসই রোগে আক্রান্ত গরুর মাংস খেলে৷ জুরিখ ইউনিভার্সিটির আদ্রিয়ানো আগুৎসি জানান, এই মাংস থেকে ভুল আকার নেওয়া প্রোটিনগুলি মানুষের পাকস্থলী দিয়ে স্নায়ুতন্ত্রে প্রবেশ করে৷ তখন দেখা দেয় অসুখ৷ এর ফলে ডিপ্রেশন, ডিমেনশিয়া বা চলাফেরা অনিয়ন্ত্রিত হতে পারে৷

চার্লস ভাইসম্যান ও আদ্রিয়ানো আগুৎসি তাদের গবেষণার জন্য সম্প্রতি হার্টভিশ পিপেনব্রোক পুরস্কারে ভূষিত হন৷ ‘জার্মান সেন্টার ফর নিউরো ডিজেনারেটিভ ডিজিজ' ১০০,০০০ ইউরো অর্থমূল্যের এই পুরস্কারটি প্রতি দুই বছর পর পর দিয়ে থাকে৷ শিল্পপ্রতিষ্ঠান পিপেনব্রোক এই পুরস্কারের ব্যয়ভার বহন করে থাকে৷ সংস্থার প্রতিষ্ঠাতা হার্টভিগ পিপেনব্রোক ডিমেনশিয়ায় আক্রান্ত হন ও এই বছরের জুলাই মাসে মারা যান৷

প্রায়োনদের দূর করা সহজ নয়
প্রায়োনরা অত্যন্ত নাছোরবান্দা৷ অপারেশনের সরঞ্জাম ও চিকিৎসার যন্ত্রপাতিতে তারা শক্ত হয়ে আঁটকে থাকে৷ ফরমালিনের মতো খুব শক্তিশালী জীবাণু নিরোধক দিয়েও দূর করা যায় না তাদের৷

‘‘অপারেশনের সময় প্রায়োনের সংক্রমণ ঘটেছে, এই রকম প্রায় ১০০টি ঘটনার কথা জানা গেছে৷ আগে মানুষ জানতো না কী ভাবে এই জীবাণুগুলিকে দমন করা যায়'', বলেন ভাইসমান৷ তিনি এক সিজেডি রোগে আক্রান্ত রোগীর ঘটনা জানান, যার মাথায় একটি ইলেকট্রোড ঢোকানো হয়েছিল৷ পরে আরেক রোগীর চিকিত্সাতেও একই ইলেকট্রোড ব্যবহার করা হয়৷ ফলে সেই রোগীও ক্রয়েৎসফেল্ড ইয়াকব অসুখে আক্রান্ত হয়ে মারা যান৷

চার্লস ভাইসম্যান তার গবেষণা থেকে জানতে পেরেছেন, শুধু ফরমালিনের মতো কড়া জীবাণুনাশক ব্যবহার করে এই জীবাণুকে দূর করা যায় না৷ এগুলিকে কাবু করতে হলে ডাক্তারি সরঞ্জামগুলি ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ২০ মিনিট ধরে উত্তপ্ত করতে হবে৷ ব্যাকটেরিয়া ও ভাইরাসদের কিন্তু তুলনামূলক সহজেই দূর করা যায়৷ ‘‘এখন প্রয়োজন হলো এমন একটি ওষুধ আবিষ্কার করা, যা দিয়ে ক্রয়েৎসফেল্ড ইয়াকব বা সিজেডি অসুখটিকে দমন করা যায়'', বলেন চার্লস ভাইসম্যান৷ এখন পর্যন্ত এই অসুখ ভালো করা যায় না৷ মৃত্যুই যার পরিণতি৷ এক্ষেত্রে চিকিত্সকরা অসহায়৷

২০০০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে রোগটি হ্রাস পাচ্ছে৷ এর কারণ ২০ বছর আগের তুলনায় বিজ্ঞানীরা এই রোগের জীবাণু সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন৷ এক্ষেত্রে চার্লস ভাইসম্যান ও আদ্রিয়ানো আগুৎসির অবদান অনস্বীকার্য৷ সূত্র: ডিডব্লিউ

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: Prostate cancer aggression test 'may avoid needless ops'
Previous Health News: ডিএডি তৌহিদসহ ১৫২ জনের মৃত্যুদণ্ড

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')