তাজা খাবারের চেয়ে হিমায়িত খাদ্যে বেশিমাত্রার ভিটামিন ও ক্যানসার প্রতিরোধী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তাই হিমায়িত ফল ও সবজি বেশি স্বাস্থ্যকর। নতুন এক গবেষণায় এমনটাই দাবি করেছেন একদল গবেষক।
গবেষকরা জানান, দুটি গবেষণায় দেখা গেছে হিমায়িত সবজি ব্রকলি, গাজর ও ব্লুবেরিতে (উত্তর আমেরিকার এক ধরনের ফল) বেশি পরিমাণ ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তাজা অবস্থার চেয়ে হিমায়িত করার পর এসব খাদ্যে বেশি পরিমাণ পুষ্টি পাওয়া গেছে।
দুই থেকে তিন দিনের হিমায়িত ফল ও সবজিতে অপেক্ষাকৃত বেশি পরিমাণ ভিটামিন সি, পলিফনিক্স, অ্যান্থোসায়ানিস ও বিটা-কেরোটিনসহ (উদ্ভিদে বিদ্যমান পিঙ্গল পদার্থ) ক্যানসার প্রতিরোধী অ্যান্টি-অক্সিডেন্টের উপস্থিতি পাওয়া যায় বলে গবেষকরা জানান।
আর হিমায়িত এ অ্যান্টি-অক্সিডেন্ট যৌগ উপাদান ক্যানসার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে এবং দেহ, মস্তিষ্ক, ত্বক ও চোখের জন্য ভীষণ উপকারী।
লেদারহেড ফুড রিসার্স ও ইউনিভার্সিটি অব চেস্টারের দুই দল গবেষক জানান, দুই থেকে তিন দিন ধরে হিমায়িত করে যেকোনো ফল ও সবজি খেলে তা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। সূত্র: ডেইলি মেইল।
সূত্র - natunbarta.com

