কোনো মানুষকে শনাক্ত করতে তার চেহারা বা মুখমণ্ডলের গুরুত্বই সবচেয়ে বেশি বলে আমাদের ধারণা। কিন্তু নতুন এক গবেষণার ভিত্তিতে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে শারীরিক গঠনের দিকে খেয়াল করাটা বেশি জরুরি। কারও পরিচয় সম্পর্কে দূর থেকে নিশ্চিত হতে গেলে তার চেহারা তেমন সহায়ক হয় না।
সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, কাউকে দূর থেকে শনাক্ত করতে গেলে তার শরীর বা সার্বিক অবয়ব, বিশেষ কোনো ভঙ্গি, হাঁটার ধরন ও পোশাক প্রভৃতি সম্পর্কে সংরক্ষিত তথ্য-উপাত্তের সহায়তা নেয় আমাদের মস্তিষ্ক। কারণ, দূর থেকে ওই ব্যক্তির চেহারা অস্পষ্ট অবস্থায় ধরা পড়ে। তাই শারীরিক গঠনের ওপর নির্ভর করেই শনাক্ত করতে হয়, মানুষটি আসলে কে।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালিসন রাইস বলেন, মনোবিজ্ঞানী ও কম্পিউটার বিজ্ঞানীরা কারও পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে তার চেহারাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবে আপাত-বিরোধী হলেও আসল ব্যাপার হচ্ছে, চেহারার চেয়ে শারীরিক গঠনই এ ক্ষেত্রে বেশি কার্যকর ও গুরুত্বপূর্ণ। টেলিগ্রাফ।
সূত্র - প্রথম আলো

