চেহারা নয়, শারীরিক গঠনেই পরিচয় শনাক্ত
কোনো মানুষকে শনাক্ত করতে তার চেহারা বা মুখমণ্ডলের গুরুত্বই সবচেয়ে বেশি বলে আমাদের ধারণা। কিন্তু নতুন এক গবেষণার ভিত্তিতে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে শারীরিক গঠনের দিকে খেয়াল করাটা বেশি জরুরি। কারও পরিচয় সম্পর্কে দূর থেকে নিশ্চিত হতে গেলে তার চেহারা তেমন সহায়ক হয় না। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, কাউকে দূর থেকে শনাক্ত করতে গেলে তার শরীর বা সার্বিক অবয়ব, বিশেষ কোনো ভঙ্গি, হাঁটার ধরন ও পোশাক প্রভৃতি সম্পর্কে সংরক্ষিত তথ্য-উপাত্তের...
Posted Under : Health News
Viewed#: 25
আরও দেখুন.

