হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের বিখ্যাত অভিনেতা মনোজ কুমারকে । ২১ জুলাই সকালে পেটের যন্ত্রণায় ছটপট করতে থাকেন বলিউডের এই অভিনেতা ও পরিচালক।
গলব্লাডারে যন্ত্রণার কারণে তাঁকে মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।
তার আসল নাম হরেকৃষ্ণ গিরি গোস্বামী। ইন্ডিয়া টিভিকে মনোজ নিজে ফোন করে বলেছেন, ‘আমি শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসব।’
ডাক্তাররা জানিয়েছেন, মনোজ এখন আশঙ্কামুক্ত এবং দু`এক দিনের মধ্যেই তিনি হাসপাতাল ছাড়তে পারবেন।
আগামী ২৪ জুলাই ৭৬ বছরে পা দেবেন বলিউডের এই অভিনেতা ও পরিচালক।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

