সাভারের রানা প্লাজা ধসের ১৭ দিন পর জীবিত উদ্ধার হওয়া পোশাকশ্রমিক রেশমাকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। গতকাল মঙ্গলবার বিকেলে সংসদের বৈঠকে বিরোধীদলীয় ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি একটি বিদেশী পত্রিকায় প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে রেশমার উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে মন্তব্য করেন। এ্যানি বলেন, ওই সময়ে হেফাজতে ইসলামের ওপর গণহত্যা এবং দেশের দুর্নীতি ও দুঃশাসন থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিতে রেশমার নাটকটি সাজানো হয়েছিল। এ্যানি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তখন রেশমার উদ্ধারের ঘটনা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল। এই ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এতে দেশবাসী লজ্জিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি রেশমার উদ্ধারের ঘটনাটি আসলেই নাটক কি না- সে বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত এবং যদি এটি সত্যিই নাটক হয়ে থাকে তাহলে এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান। তবে এ্যানির এই বক্তব্যের বিষয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ডেইলি মিররে যে সাংবাদিক রেশমার উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে খবর লিখেছেন, তার বিরুদ্ধে অতীতেও এরকম নাটক সাজানোর অভিযোগ আছে। তাকে গ্রেফতারও করা হয়েছিল। ডেইলি মিররের ওই খবরের বিষয়ে আইএসপিআর ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে উল্লেখ করে মতিয়া বলেন, বিরোধী দল আজকে এই ইস্যুটিকে সামনে নিয়ে এসে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে। বিরোধীদলীয় নেতা সেনাবাহিনীকে দিয়ে তার ক্যান্টনমেন্টের বাড়ি রক্ষা করতে পারেননি বলে তিনি এখন সেনাবাহিনীর বিরুদ্ধে লেগেছেন বলেও মতিয়া অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে চায়। সেনাবাহিনী এর সমুচিত জবাব দেবে বলেও মতিয়া মন্তব্য করেন।
সূত্র- দৈনিক ইনকিলাব

