এত দিন স্মার্টফোনে হার্ট রেট সেন্সর বা হূত্স্পন্দন মাপার সেন্সরের কথা শুনেছেন, এবার সম্ভবত অ্যাপল তাদের এয়ারফোনে এই প্রযুক্তিটি যুক্ত করতে যাচ্ছে। স্যামসাং তাদের গ্যালাক্সি এস৫ স্মার্টফোনে হার্ট রেট মনিটর যুক্ত করেছে। অ্যাপলের এক সাবেক কর্মকর্তা সম্প্রতি আইফোনের এয়ারফোনে হার্ট রেট মনিটর ও রক্তচাপ মাপার প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়েছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটালট্রেন্ডস এ তথ্য জানিয়েছে।
অবশ্য এয়ারফোনে হূত্স্পন্দন সেন্সরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন অ্যাপলের আরেক সাবেক কর্মী। অ্যাপলও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো তথ্য জানায়নি।
মার্কিন গবেষকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই স্মার্টফোনে স্বাস্থ্য বিষয়ক প্রযুক্তিগুলো যুক্ত করতে কাজ করে যাচ্ছে অ্যাপল। অ্যাপলের পরবর্তী আইফোনে এ বিষয়ক বেশ কিছু নতুন ফিচার থাকবে। আইওএস ৮ অপারেটিং সিস্টেমে হেলথবুক নামে একটি বিশেষ অ্যাপ্লিকেশনও রাখতে পারে অ্যাপল।
সূত্র - প্রথম আলো

