জনস্বাস্থ্য ও দেশের সম্মান রক্ষায় তামাক নিয়ন্ত্রণ বিধিমালা চূড়ান্ত করে তা আইন আকারে কার্যকরের দাবি জানিয়েছেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেতৃবৃন্দ। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা প্রণয়নে বিলম্ব, জনগণের উৎকণ্ঠা’ শীর্ষক সংবাদ সম্মলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইপসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান জানান, সরকারকে তামাক নিয়ন্ত্রণ বিধিমালা দ্রুত চূড়ান্ত করতে হবে। শুধু চূড়ান্ত করলেই হবে না, তা বাস্তবায়নও করতে হবে। তিনি বলেন, তামাক কোম্পানিগুলি নানাভাবে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে বাঁধাগ্রস্তের চেষ্টা করছে। কোম্পানিগুলি একদিকে আইন লঙ্ঘন করছে, অন্যদিকে আইনের অপব্যাখ্যাও দিচ্ছে। কোম্পানিগুলির এসকল কার্যক্রম দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে। সংবাদ সম্মেলনে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সম্পাদক সৈয়দ মাহাবুবুল আলম, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, এনডিপির নির্বাহী পরিচালক ইবনুল সাঈদ খান প্রমুখ।
সূত্র - risingbd.com

