দেশীয় গণমাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের মান এবং এ বিষয়ক অন্যান্য বিষয়গুলিকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রকাশ হয়েছে স্বাস্থ্য সাংবাদিকদের জন্য সহায়িকা ‘রাইটিং অ্যাবাউট হেলথ: হ্যান্ডবুক ফর জার্নালিস্ট’। ইউএসএইডের সহযোগিতায় বইটি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা এমিনেন্স।
বিভিন্ন মিডিয়া হাউজ, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বইটি সরবরাহ করা হবে। এটি স্বাস্থ্য সাংবাদিকদের দায়িত্বপালনে সাহায্য করবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় অন্যদের মধ্যে ছিলেন ইউএসএইডের বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর গ্রেগরি জে অ্যাডামস (Gregory J. Adams) ও পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (প্রশাসন) জামাল হোসাইন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “দেশের ১২৮৭টি পত্র-পত্রিকা ও ৩২টি টেলিভিশন চ্যানেল স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়মিত প্রচার করলে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা অনেক বাড়বে। কিন্তু গণমাধ্যমে প্রচারিত বেশিরভাগ সংবাদ থাকে রাজনৈতিক সংশ্লিষ্ট।”
পেশাদারিত্ব ও দক্ষতা অর্জনে সাংবাদিকদের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ভিত্তিক কাজে দায়িত্ব বন্টনে আরো বেশি তৎপর হতে গণমাধ্যমের কর্তাদের প্রতি অনুরোধ জানান তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, “দেশে যেসব স্বাস্থ্য সেবা পাওয়া যায় এগুলো তুলে ধরলে দেশের স্বাস্থসেবার প্রতি মানুষের আস্থা বাড়বে। সেবা নিতে মানুষ বিদেশে ছুটবে না।”
সূত্র - natunbarta.com

