স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জানুয়ারি মাসে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষাবর্ষের কাজ শুরু হবে। মানুষের খাবারের পর সবচেয়ে বড় চাওয়া হলো স্বাস্থ্যসেবা।
তিনি আরো বলেন, জয় বাংলা শ্লোগান কম দেন, তাতে কোনো সমস্যা নেই। মানুষের সেবা করেন তাহলেই দেশ এগিয়ে যাবে। এদেশ আমাদের সবার। এর মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
তিনি সোমবার সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে কনফারেনন্স রুমে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দু বছর আগে টাঙ্গাইলে মেডিকেল কলেজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেন বিলম্ব হয়েছে তা বুঝতে পারছি না। টাঙ্গাইলের মানুষের দাবি মেডিকেল কলেজের। এটা আমারও দাবি।
মন্ত্রী বলেন, তার আগে চিকিৎসক ও নার্সদের কাছে আমার একটি চাওয়া আছে। তাহলো সীমিত সম্পদ সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে সর্বোচ্চ সেবা দিতে হবে। গ্রামে যাদের পোস্টিং তাদের সেখানে থাকতে হবে। এখন অবকাঠামো, বিদ্যুৎসহ সব সুযোগ-সুবিধা গ্রামে আছে। তারপরও চিকিৎসকরা কেন গ্রামে থাকবেন না। তিনি আরো বলেন, আমি গরিবদের স্বাস্থ্যমন্ত্রী, তাই গরিবদের স্বাস্থ্যসেবা দিতে হবে। কৃষি ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যদি উপজেলায় থাকতে পারেন তাহলে ডাক্তাররা কেন পারবেন না।
সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. শাহনেওয়াজ, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সহ-সভাপতি কামরুল হাসান খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান খান মুক্তি, টাঙ্গাইলের সিভিল সার্জন সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল বিএমএ’র সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার প্রমুখ।
সূত্র - risingbd.com

