আমাদের ঘুমকে নির্বিঘ্ন করতে কিছু কিছু অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। তবে অ্যাপ্লিকেশনের বাইরে এসে এবার গোটা একটা বিছানা তৈরি করেছে ‘স্লিপ নম্বর’ নামে একটি কোম্পানি। ঘুমের মধ্যে নাক ডাকার অভ্যাস বা বদঅভ্যাস যাদের রয়েছে, তাদের জন্যই তৈরি করা হয়েছে এই বিশেষ বিছানা। এই বিছানাটি নাক ডাকার অভ্যাসকে দূর করতে সহায়তা করবে।
স্লিপ নম্বরের এই বিশেষ বিছানার নাম দেয়া হয়েছে ‘সুপারবেড’। এটি ঘুমের সময়কার নানা ধরনের তথ্য মনিটর করতে পারে। আর এসব তথ্য সংরক্ষিত হবে একটি অ্যাপ্লিকেশনে। ট্যাবলেট পিসিতে সেই অ্যাপ্লিকেশন বিশ্লেষণ করেই সুপারবেড ব্যবহারকারীর ঘুমের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা যাবে।
মনিটরিংয়ের ক্ষেত্রে সুপারবেড বিছানায় থাকা অবস্থার প্রতিটি মুহূর্তে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের অবস্থান মনিটর করতে পারে। আবার একাধিক ব্যক্তি ওই সুপারবেডে শুয়ে থাকলে একজন না ঘুমাতে পারলে তা অন্যজনের প্রভাবে কি না, সেটাও মনিটর করতে পারে।
এই বিছানার ম্যাট্রেস দুইটিও আলাদা। ফলে নির্দিষ্ট কোনো একজনের সমস্যা হলে কেবল তার অংশের ম্যাট্রেসটি আরামদায়ক বিন্যাসে বদল করেও দিতে পারে বিছানাটি। আর নাক ডাকার অভ্যাসকেও বন্ধ করতে সক্ষম এই বিছানা। সব মিলিয়ে ঘুমকে আরামদায়ক করে তোলার প্রায় সব ব্যবস্থাই গ্রহণ করতে পারে সুপারবেড। এমন আকর্ষণীয় সেবার জন্য দামটাও রাখা হয়েছে অনেক বেশিই। এর দাম রাখা হয়েছে আট হাজার মার্কিন ডলার!
সূত্র - dhakatimes24.com

