ঘুমের মধ্যে ঘর কাঁপিয়ে নাক ডাকা শুধুই একটি সমস্যা নয়। এটার পেছনের কারণগুলোর ফলশ্রুতিতে যেসব স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তা আপনার আয়ু অর্ধেকে নামিয়ে দিতে পারে। এই সমস্যা হৃদরোগ বা বিষণ্ণতার মতো ভয়াবহ রোগ তৈরি করতে পারে। এমনি কিছু স্বাস্থ্য সমস্যা জেনে নিন। স্ট্রোক স্ট্রোকের সঙ্গে নাক ডাকার পরোক্ষ সম্পর্ক রয়েছে। ঘুম নিয়ে গবেষণায় দেখা গেছে, যারা উচ্চ শব্দে নাক ডাকেন তাদের ঘাড়ের প্রধান দুই ধমনী- যে দুটো মস্তিষ্কে রক্ত সরবরাহ করে সেগুলোর ছিদ্র অতিরিক্ত চর্বির কারণে ছোট হয়ে যায়...

