
স্থূলতা সমস্যা মোকাবিলায় অস্ট্রেলিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ব্যতিক্রমী এক পদ্ধতি। মেলবোর্ন শহরের মন্ট অ্যালবার্ট প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ সেখানকার ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করেছে। শিশুদের মুটিয়ে যাওয়ার সমস্যা বা স্থূলতা প্রতিরোধই এই উদ্যোগের লক্ষ্য।
ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে স্থাপন করা হয়েছে শিশুদের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ টেবিল। এতে বসে বা দাঁড়িয়ে পড়াশোনা করতে পারবে ছাত্রছাত্রীরা। দুই মাস আগে পদ্ধতিটি চালু হয়েছে। উদ্যোক্তা বেকার আইডিআই হার্ট অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের একদল গবেষক। গবেষকেরা নির্দিষ্ট সময় পর ওই শিশুদের ওপর জরিপ চালিয়ে নতুন পদ্ধতি কতটা ফলপ্রসূ হয়েছে, তা নির্ণয়ের চেষ্টা করবেন। এ ক্ষেত্রে শিশুদের শারীরিক সামর্থ্য বা ফিটনেস, শিক্ষা ও স্মৃতিশক্তির উন্নয়ন ও সার্বিক স্বাস্থ্যের খোঁজ নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করা হবে।
সংশ্লিষ্ট গবেষক ডেভিড ডানস্ট্যান বলেন, শ্রেণীকক্ষে দীর্ঘ সময় বসে থাকায় শিশুদের যে শারীরিক ক্ষতি হয়, নতুন পদ্ধতি ব্যবহারে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। টাইমস অব ইন্ডিয়া।
সূত্র - প্রথম আলো

