শুধু প্রেম নয় প্রথম পরিচয় সবক্ষেত্রেই গুরুত্ব বহন করে। কারণ প্রথম সাক্ষাতেই ব্যক্তি সম্পর্কে আমাদের মন একটা ধারণা তৈরি হয়ে যায়।তাই গুরুত্বপূর্ণ এ ধাপে মেনে চলা দরকার কিছু আচরণ। কারণ আমাদের মনে তৈরি হয়ে যাওয়া ধারণার সুদূরপ্রসারী প্রভাব রয়ে যায়। এমনকি এ ধারণাটি খুব সহজে আর পরিবর্তন হয় না। তাই আমাদের অবশ্যই প্রথম পরিচয়টিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। জেনে নেওয়া যাক প্রথম পরিচয়ে কেমন আচরণগুলো হওয়া উচিত।
♦ অনেকে কিভাবে কথা শুরু করবেন তা বুঝতে পারেন না। সালাম, শুভেচ্ছা, নিজের পরিচয়, প্রশ্ন, নিরপেক্ষ বা প্রশংসাসূচক মন্তব্য, সমসাময়িক বিষয় ইত্যাদি দিয়ে শুরু করা যেতে পারে।
♦ কোনো অনুষ্ঠানে আলাপের প্রথম দিকেই নিজের পরিচয় দিতে হবে। এ ক্ষেত্রে নিজের নাম ও পরিচয় স্পষ্ট উচ্চারণে চোখের দিকে তাকিয়ে বলতে হবে।
♦ ধর্ম, লিঙ্গ ও সামাজিক রীতি অনুযায়ী হ্যান্ডশেক বা মাথাসহ শরীরকে সামনের দিকে একটু ঝুঁকে পরিচয় আদান-প্রদান করা যেতে পারে। মুখে সৌজন্যমূলক হাসি থাকতে হবে।
♦ অন্যের পরিচয়ও মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বিনয়ের সঙ্গে কথা বলতে হবে।
♦ যদি কেউ আগে পরিচয় দেন, তাহলে তাঁর পরিচয়ের ধরন ও পরিস্থিতি অনুযায়ী নিজের পরিচয় দিতে হবে। যেমন_কেউ পরিচয় দিলেন, ‘আমি সজীব, ছেলের মামা’, সে ক্ষেত্রে ‘আমি মুহিব, ইঞ্জিনিয়ার’ বললে হবে না। এখানে আত্মীয়তার পরিচয় জানানোটা গুরুত্বপূর্ণ।
♦ নিজের ভিজিটিং বা বিজনেস কার্ড দেওয়া যেতে পারে। তবে সেটা আলাপের সময় হতে পারে।নিজেকে জাহির করবার জন্য প্রথমেই কার্ড দিবেন না।
♦ কথাবার্তা একপাক্ষিক হয়ে গেলে বোরিং লাগবে। নিজের তথ্য দেয়ার পাশাপাশি অন্যেরটাও জানতে হবে।
♦ ভালো কিছু অর্জন করেছেন বললে তার প্রশংসা করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিনন্দন জানাতে হবে। একই সঙ্গে আপনি যে তাঁর ভালো সংবাদটি পেয়ে আনন্দিত ও আশ্চর্য হয়েছেন তা চোখেমুখে ফুটিয়ে তুলতে হবে।
♦ কথা শেষে ‘আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগল’, ‘আবার দেখা হবে’_এ জাতীয় কথা বলে বিদায় নেয়া যেতে পারে।
সুত্র - poriborton.com

