ঘরের আসবাবপত্র সবসময় ঝকঝকে করে রাখি আমরা। অথচ জানালার দিকে নজরই দেওয়া হয় না আমাদের। কারণ হচ্ছে গ্রিলময় জানালা পরিষ্কারের ঝক্কি। অথচ নিয়ম করে জানালা পরিষ্কার করা খুবই জরুরি। তবে কিছু নিয়ম মেনে চললে সহজেই জানালা পরিষ্কার করা যায়।♦ জানালা পরিষ্কারের জন্য কাপড়ের চেয়ে ঝাড়ু বেশি কার্যকর। ঝাড়ুর পরে লিকুইড ক্লিনার বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।
♦ জানালায় বড় বড় পর্দা ব্যবহার করুন, যাতে ঘরে ধুলো কম প্রবেশ করতে পারে।
♦ ভারী পর্দা ঘন ঘন ধোয়া কষ্টকর। তাই প্রতিদিন জানালার পর্দা ব্রাশ করলে আলগা ময়লা পড়ে যায়।
♦ জানালার কোনায় কোনায় ময়লা যাতে জমে না যায় সে জন্য পুরনো টুথব্রাশ বা চিকন ব্রাশ দিয়ে সপ্তাহে এক দিন পরিষ্কার করুন।
♦ এখন বেশির ভাগ বাসায় কাচের জানালা ব্যবহার করা হয়। তাই যেকোনো ধরনের কাচের জানালায় পানি ছিটিয়ে তারপর নিউজপ্রিন্টের কাগজ দিয়ে ঘষলে চকচকে থাকবে।
♦ জানালার যে অংশটি হাতের নাগালে পাওয়া যায়, তা সহজেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আলগা ধুলো ঝেড়ে ফেলুন। যে অংশ নাগালে পাওয়া যায় না, তা হাতল-লাগানো স্পঞ্জের রোলার ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।
সুত্র - poriborton.com

