আমরা সারা দিনে যা করি, তার সবকিছুই তো কাজের কাজ নয়।প্রয়োজনে-অপ্রয়োজনে করে ফেলা কাজগুলোর কিছু করি অভ্যাসে আর কিছুবদভ্যাসে। ভালোভাবে জীবন যাপন করতে চাইলে নিজের বদভ্যাসগুলো জেনে নিয়েএগুলো পাল্টে দিতে হবে ভালো অভ্যাসে। জেনে নেওয়া যাক নিত্যদিনেরঅভ্যাস-বদভ্যাসের ফিরিস্তি।
মুখের স্বাস্থ্যরক্ষা
মুখের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন খাবারের পরে দাঁত তো মাজতেই হবে। আররাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই। সঙ্গে ব্যবহার করতে পারেন মাউথওয়াশ। মুখজীবাণুমুক্ত থাকবে। মুখের দুর্গন্ধও এড়ানো যাবে। এত কিছুর পরও যদি মুখেরগন্ধ এড়ানো না যায়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। তাই নিয়ম করেব্রাশ করা অভ্যাসে পরিণত করুন। ডাক্তারবাড়ি যেতে হবে না।
নখ কাটুন
যত ব্যস্তই থাকুন, নিজের জন্য খানিকটা সময় বের করে ফেলুন। খুঁটিনাটিকাজের ফাঁকে নখ কেটে নিন। বড় নখ সৌন্দর্যের সঙ্গে জীবাণুও নিশ্চিত বহনকরে। তাই নিয়মিত নখ পরিষ্কার রাখুন। নখ কাটার এই ভালো অভ্যাসটি চর্চায়রাখুন।
সুগন্ধি ব্যবহার
উৎসবে-আয়োজনে নিজেকে আকর্ষণীয় রাখতে সুগন্ধির জুড়ি নেই। কিন্তু কখনোকখনো এর মাত্রাতিরিক্ত ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। তাই সুগন্ধি ব্যবহারেসচেতন হোন। আর যাদের অতিরিক্ত সুগন্ধি ব্যবহারের অভ্যাস আছে, ছেড়ে দিন।
শ্যাম্পু ব্যবহার
চুল সুন্দর আর পরিপাটি রাখতে শ্যাম্পু ব্যবহার তো করতেই হবে। রুক্ষকিংবা অতিরিক্ত তৈলাক্ত চুলের জন্য শ্যাম্পুর বিকল্প হয় না। তাই বলে রোজরোজ কিন্তু শ্যাম্পু নয়। প্রতিদিন যাঁদের শ্যাম্পু ব্যবহারের অভ্যাস আছে, তাঁদের বদলাতে হবে অভ্যাসটি। আখেরে তাতে চুলেরই উপকার হবে।
ডেন্টাল ফ্লস
যাঁরা নিয়মিত দাঁত মাজছেন, ভাববেন না দাঁতের জন্য সবকিছুই তো করা হলো।কিন্তু আরও আছে। দাঁতের যত্নে এবং দাঁত ভালো রাখতে ফ্লস খুব জরুরি। সত্যিবলতে, টুথব্রাশ দাঁতের মাঝে লেগে থাকা সব খাদ্যকণিকা পরিষ্কার করতে পারেনা। এই খাদ্যকণিকাগুলো থেকে জন্ম নেয় অনেক দাঁতের রোগ। তাই দাঁত মাজা শেষেফ্লস করার অভ্যাস গড়ুন।
অতিরিক্ত মুখ ধোয়া
মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ভালো অভ্যাসগুলোরই একটি। তবে কখনো কখনোদেখা যায় প্রয়োজনে- অপ্রয়োজনে মুখে পানির ঝাপটা দিচ্ছেন অনেকে। অতিরিক্তমুখ ধোয়ার কারণে ত্বক তার স্বাভাবিকক্ত হারায়। ত্বক তখন নিজের সুরক্ষারজন্য অতিরিক্ত তেল নিঃসরণ করে। তেল আবার ময়লা টানতে থাকে মুখের ত্বকে। তাইযত্রতত্র যখন খুশি মুখ না ধুয়ে প্রয়োজনে মুখে পানি দিন।
সূত্র - প্রথম আলো

