নখ নিয়ে নখরা নয়
29 August,13
Viewed#: 177

এতদিন সকলেই প্রায় বুঝে গেছেন যে, ‘ত্বকের যত্ন’ বিশেষ করে নেওয়া উচিত। কিন্তু চলতি হাওয়ার নেল আর্টের ফ্যাশন ফিভার যেভাবে হাজার হাজার বাদশার মনে বেগমদের প্রতি ভালোলাগা জমিয়ে জম্পেশ করে তুলছে, তাতে তো বলতেই হচ্ছে ‘নখের যত্ন নিন’! সত্যি কথা কী, নখের সুচারু যত্নের কথা কোনও দিনই ভুলে যায়নি ভারত বালারা। বৈষ্ণব পদাবলীতে আছে রাধার বড় যত্নে রাখা দশ আঙুলের সুন্দর নখের কথা। 'দক্ষিণ পবন বহে/ কৈছে যুবতী সহে/ তাহে দুখ দেই অনঙ্গ/গেলহুঁ পরাণ আশ/ দেই রাখই দশ/ নখে লিখই ভুজঙ্গ'।
মানেটা পানির মতো সোজা। কৃষ্ণের বিরহে কামদেব রাধাকে বাণবিদ্ধ করে আকুল করে তুলেছেন, রাধা তাই কামকে ভয় দেখাবার জন্য নখ দিয়ে মাটিতে আঁকছেন মহাদেবের গলার সাপ। শুধু রাধাই নয়। কৃষ্ণের সৌন্দর্য বর্ণনাতেও সবার প্রথমে এসেছে 'নখ-চন্দ্র-মালা শোভিত' পায়ের সৌন্দর্যের কথা। সাধের নখে মনপসন্দরঙের নকশা কেটে আপনিও কখনও হয়ে যেতে পারেন স্টোন স্টাডেড গর্জাস, কখনও বাদেশের পতাকা বা প্রেমিকের নামের অক্ষর দিয়েও সাজাতে পারেন নখদর্পণ। কিন্তু তার জন্য নখের যত্ন না নিলেই নয়।
অথচ নখ সজ্জায় মগ্ন থেকেও অনেকেই ভুলে যান নখের যথাযথ খেয়াল রাখতে। অজান্তেই একের পর এক রঙের প্রলেপে নখ রাঙাতে রাঙাতে হারিয়ে ফেলে সেইলাশচার, অসুস্থ হয়ে পড়ে নখ। এক সময়ে তা একটু বাড়তে না বাড়তেই ভেঙে যায়। ব্যস, তারপরে আর কী! নখ নিয়ে কেতাদুরস্ত হওয়ার আশার ওখানেই বিসর্জন! তাই বরং মেনে চলুন কয়েকটি সহজ টিপ্স:
প্রথমেই বলে রাখি, নখ সবসময় পরিষ্কার রাখবেন। সুযোগ পেলেই নখের ফাইলিং করবেন যাতে অযথা কোণ ভেঙে না যায়। কিন্তু অতিরিক্ত ফাইলিং করবেন না, এতে নখের ক্ষতিই হয়। কিউটিকলে প্রতিদিন রাতে নিয়ম করে পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েল লাগাবেন। এটি নখের কন্ডিশনারের কাজ করে। অনবরত নখ সারি নেল পালিশের পরত দিয়ে ভরে রাখবেন না। এতে নখের স্বাভাবিক প্রকৃতি নষ্ট হয়। নখের মাসাজ করুন, যাতে রক্ত সঞ্চালন বাড়ে। এর সঙ্গেই দেখবেন বাড়বে জেল্লা, আর সুস্থও থাকবে নখ। এমনকি নখ ভাঙার চান্সও অনেকটা কমে যাবে।
এরই সঙ্গে সমান তালে প্রয়োজন ব্যালেন্সড ডায়েট। শুধু শরীরকে সুস্থ রাখতেই নয়; একইসঙ্গে নখের স্বাস্থ্য ভাল রাখতেও দরকার আয়রন-প্রোটিনযুক্ত খাবার ও সবুজ শাকসব্জি খাওয়া। শহরের বিখ্যাত মেক-আপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদারও একমত নখের যত্ন নেয়ার বিষয়টিকে নিয়ে। অনিরুদ্ধ মনে করেন, প্রাথমিক পরিস্কার-পরিচ্ছন্নতাই সৌন্দর্যের মূল কথা। 'ম্যানিকিয়োর, পেডিকিয়োরকরাটা আপনার ইচ্ছের ওপর। তবে হাত ও পায়ের নখ পরিষ্কার রাখা এবং বিশেষ করে পায়ের পাতাটি পরিষ্কার রাখা দরকার। পরিচ্ছন্নতা আপনার ব্যক্তিত্বকে একটিঅন্য মাত্রা দেয়', খোলা খুলি জানাচ্ছেন তিনি। হাজার হোক, জাদুভরা নখেও যেমন ভোলান যায়, তা তো পরখ করে বুঝিয়ে দিতে হবে আপনাকেই!
সূত্র - natunbarta.com