শিশুর জিহ্বা পরিষ্কার করা কোন সহজ কাজ নয়। বেশির ভাগ শিশুই মুখের ভিতরে আঙুল দেয়ার আগেই প্রচণ্ড
নড়াচড়া শুরুকরে। জিহ্বা পরিষ্কারের সময় শিশুকে জোর করে চেপে ধরলে শিশুঘাবড়ে গিয়ে আরও জোরে কান্না
করতে পারে এবং ভয়ে আরও নড়াচড়া করে ব্যথা পেটে পারে।। শিশুর সাথে আপনাকেও খেলার চলে এই কাজটি করতে
হবে। তাছাড়া শিশুর দাঁত উঠলে সে আপনার আঙুল ও কামড়ে দিতে পারে।
প্রথমত এক্সপার্টরা টুথপেস্টের পিছন সাইড দিয়ে জিহ্বা পরিষ্কার করার পরামর্শ দেন না। কারণ, এই পদ্ধতিতে
শিশুর জিহ্বা ভালমত পরিষ্কার হয় না এবং শিশুর বমিবমি ভাব হয়।
শিশুর জিহ্বা পরিষ্কারের সঠিক উপায়
একটি নরম সুতি কাপড় বা গজ নিন। সামান্য কুসুম গরম পানিতে কাপড়টি ভিজান। এই পানি কখনোই সহ্যের
অতিরিক্ত গরম হওয়া চলবে না। পানি বেশি গরম হলে শিশুর জিহ্বা পুড়ে যাবে।
এবার শিশুর মুখ হা করান। শিশুর মুখ খোলার সবথেকে ভাল উপায় হল শিশুর নিচের ঠোঁট আস্তে করে নিচের দিকে
নামান।
এবার কুসুম গরম পানিতে ভেজানো কাপড়টি আপনার তর্জনীতে পেঁচিয়ে নিন।
এবার আঙুল দিয়ে জিহ্বা পরিষ্কার করুন। জিহ্বা আস্তে আস্তে বৃত্তাকার গতিতে পরিষ্কার করুন। খেয়াল রাখুন
শিশুযেন ব্যথা না পায়। এই পদ্ধতিতে জিহবার সব অবাঞ্ছিত ময়লা পরিষ্কার করে আনুন।
অনেক সময় দেখবেন শিশুর জিহবায় অনেক ময়লা জমে আছে। সেক্ষেত্রে বার বার একই কাপড় দিয়ে জোরে জোরে
ঘষবেন না। প্রয়োজন হলে আঙুল একবার বের করে এনে কাপড়ের পরিষ্কার অংশ গরম পানিতে ভিজিয়ে আবার মুখে
আঙুল দিয়ে জিহ্বা পরিষ্কার করুন।
শিশুর জিহ্বা পরিষ্কারের সময় সতর্কতা
বড় শিশুদের মুখ পরিষ্কারের পর শিশুর মুখের ভেতর ভাল করে পর্যবেক্ষণ করুন। দেখুন কোন টুথপেস্ট রয়ে গেছে
কিনা। ভাল করে শিশুর মুখের ভেতর পানি দিয়ে পরিষ্কার করুন। বেশির ভাগ শিশুই টুথপেস্টের মিষ্টি স্বাদ পছন্দ করে
এবং গিলে ফেলে। তাই শিশুর মুখ টুথপেস্ট দিয়ে পরিষ্কারের সময় প্রয়োজন সতর্কতার।
বড় শিশুদের জিহ্বা পরিষ্কারের জন্য শিশুদের জন্য বিশেষভাবে তৈরি নরম ব্রাশ ব্যবহার করতে পারেন।
সবসময় শিশুর জিহ্বা পরিষ্কারের সময় যথাযথ সতর্কতা বজায় রাখুন। শিশুযেন ব্যথা না পায়।
শিশুদের জিহ্বা পরিষ্কারের সময় শিশুকে প্রথমে কোন খেলা বা কোন খেলনা দিয়ে ব্যস্ত রাখুন। শিশুএকটুবড় হলে
তাকে কোন কিছুদেখিয়ে মুখ হা করাতে পারেন। শিশুর নতুন নতুন দাঁত উঠলে শিশুআপনার আঙুল কামড়াবে। সেভাবেই
তৈরি থাকুন।
Source - babycare.onlymyhealth.com

