দীর্ঘ প্রতীক্ষার পর এসেছে পবিত্র মাহে রমজান। এ মাসের ধর্মীয় আচার সংক্রান্ত কারণে আমাদের জীবনাচরণেও আসে ভিন্নতা। রাত, দিন, খাওয়া-দাওয়া সব কিছুতেই চলে আসে ভিন্নতা। আর তা নিয়ে গৃহিণীদের চিন্তার শেষ নেই। এ মাসের খরচের টাকায় ঠিকমতো চলবে তো! তার ওপর আবার আছে ঈদে নতুন পোশাক কেনা ও ঈদের দিনের বিশেষ রান্না। তবে একটু হিসাব করে চললে এ সমস্যা অনেকটাই সামলানো সম্ভব। সেজন্য চাই সঠিক পরিকল্পনা।
এক মাসের বাজার একসাথেই সময় বুঝে সেরে ফেলতে পারেন। এতে যেমন পয়সা সাশ্রয় হবে, তেমনি রোজা রেখে রোজ কষ্ট করে বাজারে যাওয়ারও প্রয়োজন পড়বে না। রমজানের প্রথম দিকেই তালিকা করে বাজারে যাওয়া উচিত। তাহলে কোনো কিছু বাদ পড়ার ভয় থাকবে না। প্রয়োজনে পরিবারের সবার সঙ্গে বসে বাজারের তালিকা তৈরি করতে পারেন। এতে করে সবার পছন্দের খাবার থাকবে।
কী কী জিনিস কিনে রাখতে পারেন সারা মাসের জন্য, তা জেনে নিন। আলু, পেঁয়াজ, রসুন, বেসন, ডাল, তেল, আদা, লবণ, মুড়ি, জিরা, মরিচ গুঁড়া, চিড়া। এছাড়া ১৫ দিন বা এক সপ্তাহ রাখতে পারেন আপেল, আম, মাল্টা, শসা ও বেগুন। ইফতারে হুট করে ভারী খাবার খাবেন না। এতে করে ক্লান্তি ভর করবে এবং পেটেও সমস্যা দেখা দিতে পারে।
এ সময়টায় চাই শরীরে শক্তি জোগায় এমন খাবার প্রয়োজন। লেবুবা গুড়ের শরবত, ইসবগুল, ফলের রস, এসব পানীয় আপনাকে চাঙা রাখবে সারাক্ষণ। কাঁচা ছোলা, সবজি এসবও খেতে পারেন। পাকস্থলি ঠিক রাখতে খেতে পারেন দই-চিড়া। সেহরীতেও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। এসময় হজমে সমস্যা হতে পারে। তাই সবকিছু বিবেচনা দুধ, কলা এসব খেতে পারেন। আবার দই খেলেও হজমে ভাল হবে।
সূত্র - প্রথম আলো

