রমজান মাসের দিনগুলিতে রোজা রাখার ফলে ত্বক শুষ্ক এবং পানিশূন্য হয়ে পড়ে। আয়নার সামনে নিজেকে দেখতে
ফ্যাকাসে এবং নির্জীব মনে হয়। রমজানেও সঠিক যত্ন নয়ে পেতে পারেন সুস্থ এবং সজীব ত্বক। নিম্নে
কিছু সহজ টিপস দেয়া হল -
১) এই সময়ে ত্বকের যত্নে প্রয়োজন সঠিক ময়েশ্চারাইজেশানের। এমন ময়েশ্চারাইজার কিনুন যাতে "পিউরিফাইড
ওয়াটার" বা " ওয়াটার" নামক উপাদান আছে। এই ধরণের হাইড্রেটিং ময়েশ্চারাইজার ত্বকের PH রক্ষা করে এবং
ত্বকে পানির যোগান দেয়।
২) শুষ্ক ত্বকের জন্য ব্যবহার করুন ওয়াক্স বা ইমোলিয়েন্ট সমৃদ্ধ ময়েশ্চারাইজার। এই ধরণের ময়েশ্চারাইজার
শুষ্ক ত্বকের গভীরে গিয়ে ময়েশ্চার যোগায়। ফলে ত্বক পানিশূন্য হয়ে ফেটে যায় না।
৩) সব রকমের টোনার জাতীয় প্রসাধন এড়িয়ে চলুন। এই ধরণের প্রসাধনী বেশি ব্যবহারে ত্বক আরও শুষ্ক হয়ে
যায়।
৪) রমজানে ঠোঁট অনেক বেশি ফেটে যায়। রাতে ঘুমাবার আগে ঠোঁটে ভাল করে ভ্যাসিলিন দিয়ে ঘুমাতে যান। বেশি
শুষ্ক ঠোঁটের যত্নে হালকা গরম নারিকেল তেল ম্যাসাজ করে লাগান।
৫) বাদাম এবং ঠাণ্ডা দুধ এবং গোলাপ জল দিয়ে তৈরি ফেস প্যাক শুষ্ক পানিশূন্য ত্বকের জন্য উপকারী।
৬) মুখের সাথে সাথে শরীরেরও যত্ন নিন। নিয়মিত ত্বকের উপযোগী ভাল কোন বডি লোশন ব্যবহার
করুন।
৭) কড়া পারফিউম ব্যবহার না করে মিষ্টি সুবাসের গোলাপ জল ব্যবহার করুন।
৮) রমজানে হালকা মেকাপের মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখুন। ঘর থেকে বের হবার আগে সামান্য কনসিলার, কমপ্যাক্ট
পাউডার লাগান। রোজায় ঠোঁটে কোন প্রসাধনী না লাগানোই ভাল।
৯) চোখে ব্রাউন বা ন্যাচারাল শেইডের কোন আই শ্যাডো লাগান। কাজল লাগান এবং কাল বা ব্রাউন কোন
পেন্সিল লাইনার দিয়ে চোখ এঁকে নিন।
১০) ইফতার থেকে সেহরির সময় পর্যন্ত প্রচুর পরিমানে পানি পান করুন। ত্বকের যত্নে পানি, স্বাস্থ্যসম্মত
খাবারের কোন বিকল্প নেই।

