রোজায় চটপট ওজন কমাবে যেসব হালকা ব্যায়াম
03 July,14
Viewed#: 135

সারা বছর ব্যায়াম করে রোজায় না করলে কি চলে? রোজায় সারাদিন না খাওয়া হলেও দিনের শেষে খাওয়া হয় পরিমানের চাইতে বেশি খাবার। অতিরিক্ত তেলযুক্ত এই খাবার গুলো খেয়ে আর একেবারেই ব্যায়াম ছেড়ে দিয়ে অনেকেই ওজন কমার বদলে উল্টো বাড়িয়ে ফেলেন। রোজায় ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলেও কোনো ভারী ব্যায়াম এই সময়ে করা উচিত হবে না। কারণ রোজা রেখে আপনার শারীরিক সক্ষমতা স্বাভাবিক সময়ের চাইতে কম থাকে। তাই রোজায় ব্যায়াম করতে চাইলে করুন বিশেষ কিছু হালকা ব্যায়াম। রোজায় চটপট ওজন কমাবে যেসব হালকা ব্যায়াম সেই সম্পর্কে।
হাঁটা
রোজার মাসে দৌড়ানোর বদলে হাটুন। যারা ওজন নিয়ন্ত্রণের জন্য বছরের অন্য সময় দৌড়াতে যান তাঁরা এই সময়টাতে হাটার অভ্যাস করে ফেলুন। আর যারা অন্য সময় হাটেন তাঁরা হাটার সময় কিছুটা কমিয়ে আনুন।
যোগ ব্যায়াম
রোজা রেখে আপনি অনায়েসেই যোগ ব্যায়াম করতে পারবেন। যোগ ব্যায়ামের একটু সহজ আসন গুলো বেছে নিতে পারেন এই সময়টার জন্য।
অ্যারোবিক্স
মিউজিক ছেড়ে তার তালে তালে হাত পা নাড়ানোর ব্যায়ামটাও করতে পারবেন এই সময়টাতে। তবে খুব বেশি পরিশ্রম না করে প্রতিদিন ১৫/২০ মিনিট করে অ্যারোবিক্স করতে পারেন।
ঘরের/বাগানের কাজ করা
প্রতিদিন ঘর পরিষ্কার করা কিংবা বাগানের কাজ করার মাধ্যমেও শরীর থেকে ক্ষয় হয় প্রচুর ক্যালরি। আর তাই ঘরের কাজ সামলানো কিংবা বাগানের কাজ করা হতে পারে এসময়ের ব্যায়ামের বিকল্প।
হালকা ডামবল নিয়ে ব্যায়াম
যারা ওয়েট লিফটিং করেন তারা এই সময়টাতে সেটা না করাই শরীরের জন্য ভালো। ওয়েট লিফটিং এর বদলে হাতের মাসল গুলোর শেপ ঠিক রাখার জন্য হালকা ডামবল নিয়ে ব্যায়াম করতে পারেন।
সাইকেলিং
রোজা রেখে সাইকেলিং করা যায়। তবে অতিরিক্ত সাইকেলিং করা ঠিক নয়। খুব বেশি ঘাম ঝরে গেলে শরীরে দূর্বলতা দেখা দিবে। তাই রোজা রেখে সাইকেল অথবা সাইকেলিং মেশিন চালানোর সময়টা স্বাভাবিক সময়ের চাইতে কিছুটা কমিয়ে ফেলুন।
সতর্কতা
# অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন। আপনার যদি কোনো ধরনের শারীরিক অসুস্থতা থাকে তাহলে রোজা রেখে ব্যায়াম না করাই ভালো।
# ইফতারের পরে প্রচুর পরিমাণে পানি খাবেন। কারণ ব্যায়াম করলে ঘামের মাধ্যমে শরীরের থেকে প্রচুর পানি বের হয়ে যায়।
# বমি ভাব, মাথা ঘুরানো, অতিরিক্ত দূর্বলতা, চোখে ঝাপসা দেখা কিংবা বুক ধরফর করার মত সমস্যাগুলো দেখা দিলে ব্যায়াম করবেন না।
# রোজার মাস শেষ হলে আবার আগের ব্যায়ামের রুটিনে ফিরে যান।
সূত্র - ওয়েবসাইট