যে ১০ কারণে আজই ধূমপান ছাড়বেন
২৫ মে, ১৪
Viewed#: 121
জেনেশুনে ভুল করার ক্ষেত্রে কোন প্রতিযোগিতার আয়োজন করা হলে, বোধ হয় আমরা কেউ কারও তুলনায় খুব একটা পিছিয়ে থাকবো না। কিন্তু, সেই ভুলেরও তো একটা সীমারেখা থাকা উচিত। একবার ভুল হতে পারে, বারবার তো নয়। কিন্তু, যারা ধূমপায়ী, তাদের অধিকাংশই কথাগুলোকে আমলে নেয়ার প্রয়োজন বোধ করেন না। এর কারণ এ ব্যাপারে তারা তাদের ইচ্ছার দাস বনে গেছেন। তবে সেখান থেকে অবশ্যই পরিত্রাণ পাওয়া অবশ্যই সম্ভব। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে নিজেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা স্মরণ করিয়ে দিন। নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন আজ এবং এই মুহূর্ত থেকেই আপনি নিজেকে আরও বেশি ভালোবাসবেন এবং আপনি আগামী ১ বছরের মধ্যে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। সারা জীবন সেটা মেনে চলবেন।
নিজেকে সত্যিকার অর্থেই ভালোবাসতে পারলে, আপনার পরিবারের সদস্যদের প্রতিও ভালোবাসাটা বাড়বে এবং বন্ধনটাও আরও প্রগাঢ় হবে। ধূমপানের অসংখ্য কুফল থেকে নিরাপদ রাখতে নিজেকে মানসিকভাবে দৃঢ় করুন। ভুলে যাবেন না, আপনি ইচ্ছাশক্তির দাস নন, ইচ্ছাশক্তিই আপনার দাস। ইচ্ছাশক্তিকে নিজের বশে আনুন আর ঘুম থেকে উঠে ও ঘুমোতে যাবার সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই কথাগুলো বলুন:
১) আজই ধূমপান ছেড়ে দেয়ার ফলে আমি হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ থাকবো।
২) ফুসফুসের ক্যান্সার বা ফুসফুসের বিভিন্ন মারাত্মক রোগ, মুখগহ্বরের ক্যান্সার, মারাত্মক শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ থেকে নিজেকে নিরাপদ রাখবো।
৩) আমার মুখের গন্ধ উৎকট হবে না এবং আমার পোশাক-পরিচ্ছদ, চুল, শ্বাস-প্রশ্বাস, বাড়ি ও গাড়ি সবই হবে সুগন্ধিময়, নিকোটিনের গন্ধযুক্ত নয়।
৪) সিঁড়ি দিয়ে ওঠা-নামা বা হাঁটার সময় আমার দম ফুরিয়ে যাবার অনুভূতি হবে না।
৫) বার্ধক্যে উপনীত হলেও, আমার ত্বকে বলিরেখা বা ভাঁজ প্রায় থাকবে না।
৬) সকালবেলা আমার কাশি হবে না।
৭) সারা বছর পরোক্ষ ধূমপানের কুফলে আমার সন্তানের অল্পতেই যে সর্দি-কাশি, ঠাণ্ডা লাগা, কান ও শরীর ব্যথা হয়, তা আর হবে না।
৮) আমার পছন্দের যে কাজগুলোতে শারীরিক পরিশ্রম হয়, সেগুলো করার সময় আরও বেশি শক্তি পাবো। আমি কর্মক্ষম শরীর লাভ করবো।
৯) সিগারেট কিনে আমার যে টাকা অপচয় হয়, সে টাকা দিয়ে প্রতিদিন কোন না কোন দুঃস্থ মানুষের সেবা করবো বা পরিবারের কিংবা নিজের গুরুত্বপূর্ণ কোন কাজে তা ব্যয় করবো।
১০) আমি ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবো এবং আমার জীবনের ওপর আজ থেকেই অনেক বেশি নিয়ন্ত্রণ থাকবে আমার।
সূত্র - দৈনিক মানবজমিন