গরমে ঘাম থেকে রেহাই পেতে
১৯ মে, ১৪
Viewed#: 160
হাতব্যাগে পরিষ্কার ছোট্ট তোয়ালে বা রুমাল, এক বোতল ঠান্ডা পানি, ঘামরোধী স্প্রে বা ক্রিম, ফেসওয়াশ, টিস্যু ও চিরুনি রাখুন। ছবিটি প্রতীকী।ঘাম নিঃসরণ শরীরের জৈবিক প্রক্রিয়ারই অংশ। ঘাম নিঃসরণের মাধ্যমে শরীর শীতল হয়। কিন্তু এই গরমে অতিরিক্ত ঘাম বিব্রতকর পরিস্থিতিরও জন্ম দেয়। বিশেষ করে কর্মক্ষেত্র কিংবা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় অতিরিক্ত ঘাম সামলানো জরুরি হয়ে পড়ে। অতিরিক্ত ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণের কিছু সহজ উপায় আছে। গতকাল রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
বাইরে বের হওয়ার আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করা ভালো। এটি জৈবিক প্রক্রিয়ার উন্নয়ন ঘটায়। ত্বক ও চুল স্বাস্থ্যকর রাখে, কর্মশক্তি জোগায়। গরমে গরম পানীয় পান করা পরিহার করা উত্তম। বিশেষ করে কফি পান না করাই ভালো। ক্যাফেইন জাতীয় উপাদান শরীরে অতিরিক্ত উদ্দীপনা তৈরি করে। এতে ঘাম বাড়ে। ক্যাফেইনের পরিবর্তে দিনে দুই-তিনবার টমেটোর রস খাওয়া যেতে পারে। এটি ঘাম নিঃসরণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
গরমে আঁটসাঁট পোশাকে ঘাম বাড়ে। কারণ এ ধরনের পোশাক ত্বককে বায়ুর প্রবাহ থেকে বঞ্চিত করে। ফলে শরীর ঘামে। তাই গরমে, বিশেষ করে বাইরে যাওয়ার সময় ঢিলেঢালা পোশাক পরাই ভালো। এ ছাড়া মাথায় ক্যাপ বা হালকা টুপি পরা যেতে পারে।
গরমে বেশি করে শস্যজাতীয় খাবার খাওয়া উচিত। এ ছাড়া তাজা ফল, সবজি ও মাছ খেতে হবে। এগুলো শরীর শীতল রাখতে সাহায্য করে। বাইরে যাওয়ার সময় হাতব্যাগে পরিষ্কার ছোট্ট তোয়ালে ও রুমাল, এক বোতল ঠান্ডা পানি, ঘামরোধী স্প্রে বা ক্রিম, ফেসওয়াশ, টিস্যু ও চিরুনি রাখুন। এগুলো আপনাকে সব সময় সজীব রাখতে সাহায্য করবে।
সূত্র - প্রথম আলো