home top banner

স্বাস্থ্য টিপ

যেখানে বেশি চুরি হয় মোবাইল
১২ মে, ১৪
Tagged In:  mobile apps for health  mobile stolen  
  Viewed#:   104   Favorites#:   1

mobile-stolen2মোবাইল ফোন চুরি হওয়ার ক্ষেত্রে চোরের চাতুরীর চেয়ে আপনার অসতর্কতাও কম নয়! অনেকেই ভুল করে ফোন ফেলে আসেন আর কারও বা চুরি হয়ে যায়। মোবাইল ফোন চুরি হলে চোরের চেয়ে মোবাইল ফোনের মালিককেই বেশি দোষারোপ করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।


সম্প্রতি সিয়াটলভিত্তিক তথ্য-সুরক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান মোজি মোবাইল হারানোর বিষয়টি নিয়ে একটি জরিপ পরিচালনা করেছিল। মোজি দাবি করেছে, যুক্তরাষ্ট্রে চালানো জরিপে তারা অবিশ্বাস্য ফল পেয়েছে। শতকরা ৭০ শতাংশ মানুষই মোবাইল হারানো অভিজ্ঞতা রয়েছে বলে দাবি করেছেন। ১৮ শতাংশ মানুষ মোবাইল চুরি হওয়ার কথা উল্লেখ করেন।সামান্য অসতর্কতায় পকেটমার আপনার পকেট থেকে মোবাইল সরিয়ে ফেলতে পারে মোজির তথ্য-বিশ্লেষকেরা জানিয়েছেন, আপনি কোথায়, কখন কীভাবে মোবাইল ফোনটি ভুলে ফেলে আসবেন বা হারিয়ে আসবেন তা আগেভাগে বোঝা কঠিন। তবে মোবাইল হারানোর কিছু পিক আওয়ার থাকে। ওই নির্দিষ্ট সময়ে বেশির ভাগ মোবাইল হারানোর আশঙ্কা থাকে। যুক্তরাষ্ট্রে সকাল ৮টা থেকে ৯ টা ও সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত মোবাইল ফোন হারানোর প্রবণতা বেশি থাকে। এটি মূলত কমিউটার আওয়ার বা কাজে বের হওয়া ও কাজ শেষে গণপরিবহনে ঘরে ফেরার সময়।

মাসের হিসেবে সবচেয়ে বেশি মোবাইল ফোন হারায় জুলাই ও ডিসেম্বর মাসে, দিনের হিসেবে সবচেয়ে বেশি হারায় শুক্র ও শনিবারে। হাফিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা দাবি করেন, আমরা সাধারণত গণপরিবহন যেমন বাস, ট্রেন, ট্যাক্সিতে বেশি মোবাইল ফোন হারায়। এসব জায়গায় মোবাইল ফোন হারানোর কারণ হচ্ছে পাশের খালি সিটে মোবাইল রেখে দেওয়ার অভ্যাস। গণপরিবহনে যাত্রা শেষে তড়িঘড়ি করে নামতে গিয়ে ভুলে মোবাইল ফেলে আসেন অনেকেই।

চোর ব্যাগ থেকেও মোবাইল সরিয়ে ফেলতে পারেগবেষকেদের পরামর্শ হচ্ছে, মোবাইল হারানো রোধে গণপরিবহনে মোবাইল ফোন নিয়ে বেশি সতর্ক থাকতে হবে। বাস থেকে বা পরিবহণ থেকে নামার আগে মোবাইল ফোনটি পকেট, ব্যাগ বা ব্রিফকেসে ঠিকমতো রাখা হয়েছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। অনেক সময় বিমানে ওঠার আগেও সিকিউরিটি চেক-ইন করতে গিয়ে মোবাইল নিতে ভুলে যান। এ ধরনের জায়গা থেকে মোবাইল চুরি যাওয়ার আশঙ্কা বেশি থাকে। mobile-stolen2

রেস্তোরাঁ বা কোথাও খেতে গেলে অনেকেই সেখানকার টেবিলকে কাজের ডেস্ক মনে করে তার ওপর মোবাইলটি রেখে দেন। ফোন হারানোর জন্য এটিও একটি কারণ। ফোন চুরি বা ভুলে ফেলে আসা ঠেকাতে রেস্তোরাঁর খাবার টেবিলে তা না রাখাই ভালো।

কখনও কী কোনো ক্যাশ রেজিস্টারের কাউন্টারের ওপর ফোনটি রেখেছেন বা সঙ্গে করে ড্রেসিং রুমে নিয়ে গেছেন? এই দুটি জায়গায় মানুষ ফোন সবচেয়ে বেশি ভুল করে রেখে আসে আর এখান থেকেই ফোন চুরিও বেশি হয়। জরিপে এরকম তথ্যই উঠে এসেছে।

ফোন চুরি ঠেকাবেন যেভাবে 
আপনার সামান্য অসতর্কতাতেই চুরি বা ছিনতাই হয়ে যেতে পারে আপনার প্রিয় ও মূল্যবান স্মার্টফোনটি। এ ধরনের ঘটনায় কী করণীয়? তথ্য-প্রযুক্তি বিশ্লেষকেদের পরামর্শ হচ্ছে, ফোন চুরির ঘটনা ঠেকাতে ব্যবহারকারীকে সতর্ক হতে হবে পাশাপাশি হতে হবে চোরের চেয়েও স্মার্ট।

মোবাইল ব্যাগে রাখার ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজনডলফিনের মতো সজাগ থাকুন
ডলফিন ঘুমানোর সময় এক চোখ খোলা রেখে ঘুমায়, অর্থাত্ আকস্মিক কোনো বিপদ বা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্ক হয়ে থাকে। মোবাইল ফোন ব্যবহারকারীকেও নির্জন পথে বা বিপদজনক এলাকায় হাঁটার সময় চোখ-কান খোলা রেখেই চলতে হবে। কোনো রেস্তোরাঁর টেবিলে, চা-কফির দোকানে মোবাইল ফোন ফেলে রাখবেন না।

ফোন লক করে রাখুন
মোবাইল ফোন চুরি হওয়ার পর সাধারণত চোর সে ফোনটি বন্ধ করে দেয় এবং ফোনটির গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেয়। অনেক ক্ষেত্রে খুব কম সময়ে মুঠোফোন উদ্ধার করা সম্ভব হলেও গুরুত্বপূর্ণ তথ্য মুছে যায়। তাই স্মার্টফোনের হোম স্ক্রিন লক করে রাখুন। এতে কিছুটা হলেও তথ্য মুছতে বেগ পেতে হবে। তথ্যের ব্যাক-আপ রাখবেন।

মুঠোফোনের গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন
মুঠোফোনের মডেল নম্বর, সিরিয়াল নম্বর, আইএমইআই নম্বর সহজে টুকে রাখুন। ফোন চুরি হলে এ তথ্যগুলো পুলিশের কাছে অভিযোগ জানাতে কাজে লাগবে। অনেকেই প্রশ্ন করেন আইএমইআই কীভাবে জানব? মোবাইল ফোনের আইএমইআই নম্বর জানতে ‘স্টার হ্যাস ০৬ হ্যাস’ ডায়াল করুন। ব্যাটারির নীচে মুঠোফোনের লেবেলে আইএমইআই ও সিরিয়াল নম্বর থাকে।

খাবার টেবিলে ভুল করে ফোন রেখে আসেন অনেকেই ট্র্যাকিং অ্যাপ্লিকেশন ব্যবহার
যদি চুরি যাওয়া মুঠোফোন চালু হয় তবে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন কাজ করে। সাধারণত চুরির পরপরই চোর সে মুঠোফোন বন্ধ করে দেয় এবং ফোন চালু করার আগে ট্র্যাকিং প্রযুক্তিকে বিভ্রান্ত করতে প্রযুক্তি ব্যবহার করে। তারপরও সতর্কতার জন্য বিভিন্ন ট্র্যাকিং অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে পারেন। আইফোনের জন্য বিনামূল্যের ট্র্যাকিং অ্যাপ্লিকেশন হচ্ছে ‘ফাইন্ড মাই আইফোন’। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘হোয়ার ইজ মাই ড্রয়েড’, ‘লুকআউট’ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশন স্টোরে দূর থেকে মোবাইল লক করে দেওয়ার বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবেন।

ফোন চুরি হয়ে গেলে করণীয়
দ্রুত আপনার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে সিম কার্ড বন্ধ করতে জানিয়ে দিন। আইনশৃঙ্খলা বাহিনীকে আপনার মোবাইল চুরি বা ছিনতাইয়ের ঘটনা জানান।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শপিং এ জিততে চাইলে শুধরে নিন ৭টি ভুল
Previous Health Tips: চুল রিবন্ডিং করার আগে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')