
বেশি ওজন বা স্থূলতা সমস্যায় ভুগছেন অনেকে। আমাদের দেশে মহিলাদের আদর্শ ওজন ৪৫-৫৫ কেজি। পুরুষের ওজন ৫৫ থেকে ৬৫ কেজি।
যে কোনো মানুষ অস্বাভাবিক ওজনের হতে পারে। এর অন্যতম কারণ- বসে শুয়ে থাকা, বেশি বেশি খাওয়া। মহিলাদের হরমোনজনিত রোগ হাইপো থাইরয়ডিজম, কুশিং সিনড্রম, পলি সিস্টিক ওভারি সিনড্রম স্থূলতার কারণ। ওষুধ সেবন যেমন স্টেরয়েড, জন্মবিরতিকরণ বড়ি, বিষণ্নতা প্রতিরোধী ও মানসিক রোগের ওষুধ সেবন এমনকি কিছু ডায়াবেটিসের ওষুধও স্থূলতার কারণ। জেনেটিক বা বংশগত কারণের মধ্যে আছে টারনার সিনড্রম, প্রেডার উইলি সিনড্রম।
যারা ওজন কমাতে চান তারা নিচের ডায়েট চার্ট অনুসরণ করতে পারেন-
সকালের নাস্তা-সকাল ৮টা : লাল আটার পাতলা রুটি ৩টি, মাংস দুই টুকরা (ঝোল ছাড়া), আধা কাপ সবজি তরকারি। সকাল ১০টা : নন ফ্যাট দুধ ১ গ্লাস। দুপুরের খাবার : ১টা আপেল, ১টা কমলা, ২টা রুটি, ঝোল ছাড়া মুরগির মাংস ২ টুকরা। বিকাল ৫টা : ভাত ১/২ কাপ, সবজি ইচ্ছামতো, ডিম কুসুম ছাড়া ১টা, ১ দিন পর পর ১ গ্লাস দুধ সর ছাড়া। রাত ১০টা : ভাত ১ কাপ, মাছ/মাংস/মুরগি ৪ টুকরা (ঝোল ছাড়া), শাক-সবজি পরিমাণমতো। রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ সর ছাড়া। রান্নায় তেল কম ব্যবহার করতে হবে।
নিষিদ্ধ খাবারসমূহ : ভাজা বা তৈলাক্ত খাবার, আচার, হালুয়া, পরোটা, চিনির শরবত, মিষ্টি পানীয়, মিষ্টি, দুধের সর, ক্রিম, আইসক্রিম, চকলেট, বেকারির খাবার, কলা, আঙ্গুর, খেজুর, আম, কাঁঠাল, আলু, কচু, মিষ্টি কুমড়া, মটরশুঁটি, ভুট্টা, ডাল, ঝোল, চানাচুর, পিঠা, নারকেল, ফাস্টফুড, চাইনিজ, পোলাও, কোরমা, রেজালা ইত্যাদি।
প্রতি কেজি ওজনের জন্য একজন মহিলার ক্যালরি প্রয়োজন ৩০ কিলোক্যালরি।
প্রতিদিন ব্যায়াম করতে হবে ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা। ভাত দিয়ে সবজি খাওয়া যাবে না, সবজি দিয়ে ভাত খেতে হবে।
ওজন কমানোর জন্য জাপানিজ একটি ডায়েট চার্ট দেয়া হল
১ম দিন (ফলের দিন) : কলা ছাড়া সব রকম ফল খাবেন- সারা দিন চাহিদানুযায়ী
২য় দিন (সবজির দিন) : আলু ছাড়া সব রকম সবজি খাবেন। প্রয়োজনমতো।
৩য় দিন (ফল ও সবজির দিন) : আলু ও কলা ছাড়া সব রকম ফল ও সবজি খাবেন।
৪র্থ দিন (দুধ ও কলার দিন) : সারা দিন দুধ তিন গ্লাস, কলা সর্বোচ্চ ৮টি।
৫ম দিন (ভোজের দিন) : সারা দিনে মুরগির মাংস সর্বোচ্চ ১/২ কেজি, টমেটো ১০-১২টি। এটি মাংসের সঙ্গে সালাদ হিসেবে খেতে হবে, তেল-লবণ ছাড়া।
৬ষ্ঠ দিন (মাংস ও সবজির দিন) : পরিতৃপ্তির সঙ্গে ইচ্ছামতো মাংস ও সবজি খাবেন আলু ছাড়া।
৭ম দিন (বিজয়ের দিন) : ইচ্ছামতো এই দিন গরু অথবা মুরগির মাংস দিয়ে দুপুরে ভাত খাবেন। সকাল/রাত রুটি খাবেন সবজিসহ। প্রচুর ফলের রস খাবেন।
প্রতিদিন আপনার জন্য বরাদ্দ ১০ গ্লাস পানি, চা/কফি দিনে একবার ১ কাপ খাওয়া যাবে।
ওজন কমানোর এই রুটিন আপনি যে কোনো দিন আরম্ভ করতে পারেন। এতে স্বাস্থ্যের কোনো ক্ষতি নেই।
এই রুটিন আপনি আবার আরম্ভ করতে পারেন। মনে রাখবেন পরপর ২টি রুটিনের মাঝে যেন অন্তত ৩ দিনের ব্যবধান থাকে।
অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া অর্থাৎ শরীরে চর্বির উপাদান বৃদ্ধি পায়। ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) পিত্ত-পাথর, ওসটিও আর্থ্রাইটিস (বাতব্যথা), ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, কাশি, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়।
সূত্র - দৈনিক যুগান্তর

