বাঙ্গির পুষ্টি গুন
04 May,14
Viewed#: 111
গ্রীষ্মকালের কড়া রোদে আর শুকনো মাঠের বিস্তীর্ণ এলাকাজুড়ে হয় বাঙ্গি। লতানো গাছে ধরা এই বাঙ্গিকে অনেকে ফুটি বলেও ডাকেন। অতিপরিচিত এই ফলের খাদ্যগুণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক গোলাম মওলা বলেন, “১০০ গ্রাম (এক কাপ) পরিমাণ বাঙ্গি থেকে আমরা ৩৪ কিলোক্যালরি খাদ্যশক্তি পাই। এতে প্রচুর ভিটামিন ‘এ’ ও ভিটামিন ‘সি’ আছে। বাঙ্গিতে আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। এ ছাড়া ম্যাঙ্গানিজ, ভিটামিন ‘কে’, পটাসিয়াম ও ক্যালসিয়ামও রয়েছে।”
বাঙ্গিতে থাকা ভিটামিন ‘এ” দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এ ছাড়া ভিটামিন ‘এ’র ক্যানসারের বিরুদ্ধে লড়ারও এক অসাধারণ ক্ষমতা আছে।
এই ফলে নেই কোনো চর্বি বা কোলেস্টেরল। তাই বাঙ্গি খেলে মুটিয়ে যাওয়ার ভয় নেই একেবারেই।
এতে থাকা বিটা ক্যারোটিন, লিউটিন নামক উপাদানগুলো শরীরের জন্য ক্ষতিকারক ফ্রি রেডিক্যালস বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে।
উচ্চ পরিমাণের ভিটামিন ‘সি’ এবং বিটা ক্যারোটিন আছে বাঙ্গিতে। বিটা ক্যারোটিন ও ভিটামিন ‘সি’র সংমিশ্রণে শরীরের কাটাছেঁড়া দ্রুত শুকায়।
প্রচুর পরিমাণে আঁশ বা ডায়াটারি ফাইবার, যা খাবার হজমে সাহায্য করে।
এই ফলের পটাসিয়াম উচ্চ রক্তচাপ প্রতিরোধে সক্ষম।
বাঙ্গি মস্তিষ্কে অক্সিজেন প্রবাহে সহায়তা করে শরীরের অবসাদ ভাব দূর করে।
গর্ভবতী মায়েদের জন্য খুব উপকারী বাঙ্গি।
নিয়মিত বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি, নিদ্রাহীনতা, আলসার ও অ্যাসিডিটি দূর হয়।
সূত্র - প্রথম আলো