সবুজ চায়ে স্মৃতি বাড়ে
০৯ এপ্রিল, ১৪
Viewed#: 135
স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে সবুজ চায়ের সুখ্যাতি অনেকেরই জানা। নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, এই চা কেবল শরীর নয় মনের জন্যও উপকারী। গবেষকেরা বলছেন, সবুজ চায়ে স্মৃতিশক্তি বাড়ে। স্মৃতিভ্রষ্টসহ অন্যান্য মনস্তাত্ত্বিক অসুখের পথ্য হিসেবেও ব্যবহূত করা যেতে পারে সবুজ চা।
সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন দাবি করেছেন। সাইকোফার্মাকোলজি সাময়িকীতে ওই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সবুজ চা মানুষের মস্তিষ্কের অনেকগুলো কাজে, বিশেষ করে স্মৃতিশক্তিবিষয়ক কার্যক্রমকে সমৃদ্ধ করে। সবুজ চা পানে মানুষের স্মৃতিশক্তি বাড়ে।
গবেষণায় দেখা গেছে, সবুজ চা পানের পর গবেষণায় অংশগ্রহণকারীদের স্মৃতিশক্তির তাত্পর্যপূর্ণ উন্নতি হয়েছে। গবেষকদের দাবি, এর বাইরে মানসিক ভারসাম্যহীনতা এবং স্মৃতিভ্রষ্টসহ অন্যান্য মনস্তাত্ত্বিক রোগের চিকিত্সায়ও সবুজ চা ব্যবহার করা যেতে পারে।
এত দিন গবেষকেরা সবুজ চায়ের স্বাস্থ্যগত উপকারিতার কথাই বলে আসছিলেন। কিন্তু এই চায়ের স্নায়বিক উপকারিতার দিকটিও এখন সামনে আসছে।
সূত্র - প্রথম আলো