যেসব কারণে আপনার টাক পড়তে পারে
27 March,14
Viewed#: 294
মানুষের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ হল চুল।মানুষের সৌন্দর্যের অলংকার তার চুল।তাই চুল ঝরে পড়তে থাকলে যে কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।অতিরিক্ত চুল পড়তে থাকলে বা মাথা টাক হতে শুরু করলে আতংকিত হয়ে পড়াটাই স্বাভাবিক।টাক মাথা কারো পছন্দের না।কিন্তু জানেন কি,প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে চুল পড়ে যাওয়াটা শরীরের স্বাভাবিক একটা প্রক্রিয়া?
দেহের প্রতিটি কোষের মতো চুলেরও রয়েছে নির্দিষ্ট আয়ু। একটি চুলের আয়ু সাধারণত দুই থেকে ছয় বছর পর্যন্ত হয়।তারপর এটা নিজে থেকেই ঝরে যায়। তাই প্রতিদিন অন্তত ১০০টি চুল পড়ে যাওয়া স্বাভাবিক।প্রতিদিন ১০০টির বেশি চুল পড়া মানেই অতিরিক্ত চুল পড়ে যাওয়া। আসুন জেনে নিই কী কী কারণে অতিরিক্ত চুল পড়ে যেতে পারে :-
১. চুল পড়ে যাওয়া বা টাক পড়ার পেছনে বংশগত কারণও থাকে। বংশে টাকের প্রবণতা থাকলে অতিরিক্ত চুল পড়তে পারে।
২. সন্তান জন্মের পর শরীরে হরমোনের তারতম্যের কারণে নারীদের চুল পড়ে যেতে পারে।
৩. বয়স বাড়ার সাথে সাথে চুল পড়ার হার বাড়াটাই স্বাভাবিক। বিশেষ করে ৪০ বছর বয়সের পর নারীদের হরমোনের পরিমাণ কমে যাওয়ার ফলে চুল পড়া বৃদ্ধি পায়। আর পুরুষদের এন্ড্রোজেন হরমোনের প্রভাবে স্বাভাবিক ভাবেই টাক পড়ার প্রবণতা বেশি থাকে। কারো কম, কারো বা বেশি।
৪. থাইরয়েডের সমস্যা, টাইফয়েড জ্বর এবং কিছু দীর্ঘমেয়াদী রোগে চুল পড়া বৃদ্ধি পেতে পারে। কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে।
৫. মাথায় ছত্রাকের সংক্রমণ, খুশকি,অপুষ্টি, রক্তশূন্যতা ও ভিটামিনের অভাবে চুল পড়তে পারে।
৬. অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা ওউদ্বেগের কারণেও চুল পড়ে।
৭. হঠাত্ করে কঠিন খাদ্য নিয়ন্ত্রণ শুরু করলেও চুল পড়ে। সুতরাং আপনার মূল্যবান চুলকে রক্ষা করতে সচেতন হন।
সূত্র : ওয়েবসাইট