সংসার ভাঙার বর্তমান কারণগুলো
২৭ মার্চ, ১৪
Viewed#: 1362 Favorites#: 1
একটা সময় যৌতুক, পুত্র সন্তান কিংবা সন্তান না হওয়ার কারণে সংসার ভেঙে যেত। সময় বদলের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সংসার ভাঙার ধরণ। বর্তমানে সংসার ভেঙে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত ব্যস্ততা, সামাজিক যোগাযোগ মাধ্যম, নীতি নৈতিকতার অভাব।
ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত ব্যস্ততা
বর্তমানে অধিকাংশ নারী-পুরুষ ক্যারিয়ার নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে জীবন সঙ্গীকে সময় দিতে পারেন না। সময় না দেয়ার কারণে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, ফলে একটা সময় সংসার ভেঙে যেতে পারে।
সামাজিক যোগাযোগের মাধ্যম
বর্তমানে বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক, টুইটারসহ নানা অত্যাধুনিক মাধ্যম ব্যবহার করছে। ফেসবুক, টুইটারের কারণে যেমন এক জনের সঙ্গে আরেক জনের যোগাযোগ বাড়ছে সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। অধিকাংশ বিবাহিত মানুষের ক্ষেত্রে দেখা যায় ফেসবুক ব্যবহারকারীর ম্যারিটিয়াল ক্ষেত্রে সিঙ্গেল লিখে রাখেন। ফলে অপরিচিত বিপরীত লিঙ্গের মানুষটির সঙ্গে ম্যাসেজ কিংবা চ্যাটিংয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে খুব সহজে। এতে করে দাম্পত্য জীবনে নেমে অবিশ্বাস।
ভালো কাউকে খুঁজে পেলে
জীবন সঙ্গীর চাইতে অর্থবিত্ত কিংবা দৈহিক সৌন্দর্যের দিক থেকে তুলনামূলক ভালো কাউকে খুঁজে পেলে মানুষ সংসার ভেঙে নতুন করে জীবন শুরু করতে চায়। আধুনিক যুগে অনেকে আবার মনে করে থাকেন একটি সম্পর্ক রাখা হচ্ছে ব্যাকডেটেট, তাই তারা একাধিক সম্পর্ক রাখেন।
সম্পর্ক পুরোনো হয়ে গেলে
বিয়ের কিছুদিন পর সম্পর্ক একঘেয়ে হয়ে গেলে কিংবা নিজেদের সম্পর্কের মধ্যে আনন্দ খুজে না পেলে বিবাহ বিচ্ছেদ করেন অনেকে।
নীতি নৈতিকতার অভাব
ইদানিং অনেকে নীতি নৈতিকতা ভুলে বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক গড়ে তুলছেন। এ কারণে অগাধ বিশ্বাসের ওপর ভর করে গড়ে ওঠা সম্পর্কে বিশ্বাসের ফাটল ধরার পাশাপাশি দুজনের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়। দুরত্ব সৃষ্টি হতে হতে এক সময় বিবাহ বিচ্ছেদ ঘটে।
সূত্র - বাংলামেইল২৪ডটকম