নাক দিয়ে রক্ত পড়ার কারণ
১৭ ফেব্রুয়ারী, ১৪
Viewed#: 282 Comments#: 1
নাক দিয়ে রক্ত পড়লে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান, ভয় পেয়ে যান। ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা হলে অভিভাবকরা দৌঁড়ঝাপ শুরু করে দেন। অনেকেই ভয়ে ডাক্তারদের কাছে ছুটে যান। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, নানা কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
এ ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারদের বক্তব্য হচ্ছে নাক দিয়ে নানা কারণে রক্ত পড়তে পারে। আঘাত পাওয়া, সাইনাসের সংক্রমণ এমনকি টিউমারের কারণেও এটা হতে পারে। এ ছাড়া উচ্চ রক্তচাপ এবং রক্তের বিভিন্ন অসুখের কারনে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
শিশুরা অনেক সময় নখ দিয়ে নাক খোঁচায়, সেটির কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। অনেক সময় অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণেও নাক দিয়ে রক্ত পড়ে। আবার বৃদ্ধ বয়সে রক্তনালির সংকোচন-প্রসারণশীলতা কমে যাওয়ার কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে।
নাক দিয়ে রক্ত পড়লেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। প্রথমে রোগীর নাক দুপাশ থেকে চেপে কিছুক্ষণ ধরে রাখতে হবে এবং তাকে মুখ দিয়ে শ্বাস নিতে বলতে হবে। চিকিৎসকের পরামর্শে কোনো নাকের ড্রপ চার-পাঁচ ফোঁটা করে দিয়ে রোগীকে শুইয়ে রাখতে হবে।
এতে বেশির ভাগ ক্ষেত্রে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। যদি বন্ধ না হয়, তাহলে নাক-কান-গলা বিভাগে রোগীকে নিয়ে যাওয়া প্রয়োজন অথবা কোনো নাক-কান-গলা বিশেষঞ্জের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
সাধারণত নাক দিয়ে রক্ত পড়ার কারণে তেমন কোনো জটিলতা হয় না। রক্তপাতের পরিমাণ খুব বেশি হলে অনেক সময় রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হয়। তবে সাধারণত এমন ঘটনা কমই ঘটে। এ জন্য শিশুদের নখ ছোট রাখতে হবে এবং নাকে হাত দেওয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। শুষ্ক মৌসুমে নাক যাতে অতিরিক্ত শুষ্ক না হয়, তার জন্য নাকের সামনের দিকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে।
সূত্র - ঢাকাটাইমস২৪
Comments