সন্তানের মা হওয়া প্রত্যেক বিবাহিত নারীর ঐকান্তিক বাসনা এবং সন্তান ধারণের পরে সুষ্ঠু ভাবে জন্মদান করতে পারা একজন নারীর পূর্ণতা লাভ। কোনো কোনো স্ত্রীলোকের সন্তান জন্মদানের ক্ষমতা থাকে না, যাকে বন্ধ্যত্ব বলে।
কারণ- পুরুষের ক্ষেত্রে : বিভিন্ন কারণে পুরুষের বন্ধ্যত্ব দেখা দিতে পারে। যেমন : Testi বা অণ্ডকোষ হতে সুস্থ শুক্র কীট নির্গত না হলে, শুক্রকীটও ওভাব সঠিক ভাবে মিশ্রিত না হলে, শুক্রকীটও ডিম্বের যথাযথ মিলন না হলে, জন্মগত ভাবে বীর্যে শুক্রকীট না থাকলে, এক শিরা ইত্যাদি রোগে ভুগলে। এছাড়া শুক্রকীটে উপযুক্ত ক্রোমজোম সৃষ্টি না হলে।
মহিলাদের ক্ষেত্রে : ওভারি থেকে সুস্থ ও ভাব সৃষ্টি না হলে, ডিম্বকোষে ডিম্ব উৎপাদনের বয়স না হলে, বেশি বয়সে মেনোপজ বা ঋতু বন্ধ হলে, দৈনিক অপুষ্টির কারণে নারী সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন। শারীরিক ও মানসিক আঘাত এবং পুরুষের প্রতি বিরক্তি ভাব প্রভৃতি কারণে বন্ধ্যত্বের সৃষ্টি হতে পারে।
সূত্র – বাংলাদেশ প্রতিদিন

