প্রতিনিয়ত নিজেকে আড়াল করার চেষ্টা।পাছে কেউ আঘাত করে বসে! তাই তো মুখের ওপর আরও কয়েকটা মুখোশ এঁটে এদিক ওদিক ঘুড়ে বেড়ানো।আর আস্তে আস্তে বদলে যাওয়া কিছু চিন্তা ভাবনার স্রোত।কিন্তু সেই স্রোতের ওপর যদি একটু রাশ টানা যায়, তাহলে জীবনটা আরও সুন্দর হয়ে উঠতে বাধ্য। ভালোবাসা... প্রথম দেখা না, হুট করে ভালোবাসা হয় না, ভালোলাগা হতে পারে। বা আকর্ষণ হতে পারে। কিন্তু ভালোবাসা একটি অভ্য়েস, যা আস্তে আস্তে তৈরি হয়। ভালোবাসা তো কোনও একটি অনুভূতি নয়। হাজারও অনুভূতির অনায়াস বিচরণ এই একটি কথার আঙিনায়। তাই...

