বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফিতি যোগ করলে গত ২৫ বছরে দেশে চালের দাম কমেছে। বেড়েছে সব ধরনের পুষ্টিকর খাবারের দাম। পুষ্টিকর খাবারের দাম দারিদ্র্যসীমার নিচে থাকা বিপুলসংখ্যক মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এ কারণে দরিদ্ররা ভাতের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।
গতকাল সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশের পুষ্টি গবেষণা: ইফপ্রির ভূমিকা’ শীর্ষক সেমিনারে তাঁরা এ কথা বলেন। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএইড, আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (ইফপ্রি) ও ব্র্যাক যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বিশেষজ্ঞরা বলেন, ভাতকে খাদ্যশক্তির একমাত্র উৎস হিসেবে বেছে নেওয়ার কারণে দরিদ্র মানুষের অপুষ্টি বাড়ছে।
সেমিনারে ইফপ্রির পুষ্টি বিভাগের পরিচালক মেরি রুয়েল বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশে ইফপ্রির কাজ সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে পুষ্টি খাতে আরও উন্নতি করতে হবে।
ইফপ্রির বাংলাদেশের প্রধান আখতার আহমেদ বলেন, একসময় দেশে পুষ্টির প্রধান উৎস ছিল মাছ। মাছের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সবজি, দুধ থেকে শুরু করে সব ধরনের পুষ্টিকর খাবারের দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির পরিচালক কাওসার আফসানা বলেন, এখন থেকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে দেশে অপুষ্টি গুরুতর সমস্যা হিসেবে সামনে চলে আসবে।
Source: The Daily Prothom Alo

