অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি ও অন্যান্য স্নায়ুবিক প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে করা জাতীয় ট্রাস্ট আইনের খসড়াটির নামে পরিবর্তন এনে ছোট করা হচ্ছে।
‘স্নায়ুবিক বিকাশজনিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় জাতীয় ট্রাস্ট আইন-২০১৩’র খসড়া অনুমোদন দিয়ে নাম ছোট করার অনুশাসন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি ও অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে ‘স্নায়বিক বিকাশজনিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় জাতীয় ট্রাস্ট আইন-২০১৩’র খসড়া চূড়ান্ত করে সমাজকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রিসভায় উত্থাপন করে।
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, নীতিগত অনুমোদন দিয়ে এর মাত্রা, প্রতিবন্ধীদের সহায়তা ও নিরাপত্তার নিশ্চিত করা হয়েছে আইনের খসড়ায়।
একটি ট্রাস্টিবোর্ড করা হয়েছে। এই বোর্ডে চেয়ারম্যান থাকবেন একজন বিশিষ্ট ব্যক্তি যিনি এ বিয়য়ে অভিজ্ঞ।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ট্রাস্টিবোর্ড বিভিন্ন কাজ নির্ধারণ করবে। অটিজম নিয়ে যারা কাজ করবে তাদের অনুমোদনও দেবে ট্রাস্টিবোর্ড।
ট্রাস্টিবোর্ডে আয়কর নেওয়া হবে না। আর যারা ট্রাস্টিবোর্ডে দান করবেন তাদেরকেও আয়কর দিতে হবে না।
এছাড়া জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (সংশোধন) আইন-২০১৩, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (দ্বিতীয় সংশোধন) আইন-২০১৩, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন-২০১৩, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১৩, বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১৩ ও ডি-অক্সি-রাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন-২০১৩, ভোটার তালিকা নিবন্ধন (সংশোধন) আইন-২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন-২০১৩ ও পল্লী বিদ্যুৎ বোর্ড আইন-২০১৩ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
অন্যদিকে আগামী ৯ জুনকে বিশ্ব এক্রিডিটেশন দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এছাড়া ৪ থেকে ৫ জুলাই মরিসাসে অনুষ্ঠিত প্রথম আইওআর-এআরসি ইকোনমিক অ্যান্ড বিজনেস কনফারেন্সে বাণিজ্যমন্ত্রীর যোগদান এবং গত ২৪ থেকে ২৬ জুলাই বণিজ্যমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয় বৈঠকে।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

