ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত তিনদফায় হাসপাতালে হামলা চালানো হয়। এতে হাসপাতালের কাঁচের দরজা-জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, বিকেলে একটি ইনজেকশন দেওয়ার পরই আবদুর রকিবের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকের অবহেলা ও ভুল ইনজেকশন পুশ করায় আবদুর রকিবের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তবে রোগীর স্বজনদের অভিযোগ অস্বীকার কর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আবদুর রকিবের হার্টের অবস্থা ভালো ছিলনা। তার মৃত্যুর জন্য চিকিৎসকের কোনো অবহেলা ছিল না।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম টিকরপাড়ার মৃত শেখ উস্তার মিয়ার ছেলে মো. আবদুর রকিব ধন মিয়া (৬৫)। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই ভুল চিকিৎসার অভিযোগ এনে রোগীর স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান।
এদিকে, হামলার পর সন্ধ্যা ৭টা ও লাশ নিয়ে যাওয়ার সময় রাত সোয়া ৮টায় রোগীর স্বজনরা আবারো হামলা চালান হাসপাতালে। এতে হাসপাতালের কাঁচের দরজা-জানালা ও দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দক্ষিণ সুরমা থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রঞ্জন সামান্ত জানান, ভুল চিকিৎসার অভিযোগে রোগীর স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

